আমাদের কথা খুঁজে নিন

   

কর্মব্যস্ততার শুরুতেই শুনে নিন কয়েকটি রবীন্দ্র সংগীত।

স্বাভাবিক মৃত্যু চাই। বড় আশা করে এসেছি গো বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরাইও না জননী। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণও তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব । তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায় কেঁদে কেঁদে কোথা বেড়াব ঐ যে হেরী তমশ ঘন ঘরা গহন রজনী ।

একটুকু ছোঁয়া লাগে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি । । একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা কিছু বা চাঁপায় মেশা। ।

তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। । রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে ।

। যেটুকু যায়রে দূরে ভাবনা কাঁপায় সুরে। । তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি । ।

রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি । । আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হ্রদয় পানে চাইনি আমি আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ….. তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিলেম কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি , আমি তোমার গান তো গাই নি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি , আমি দেখতে আমি পাইনি এসো আমার ঘরে। এসো আমার ঘরে।

বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥ স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে মুগ্ধ এ চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসে আমার ঘরে॥ দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে বনের আকুল নিশ্বাসে-- এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের 'পরে॥ ভালোবেসে, সখী, নিভৃতে যতনে ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-- তোমার চরণমঞ্জীরে॥ ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি-- তোমার প্রাসাদপ্রাঙ্গণে॥ মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী-- তোমার কনককঙ্কণে॥ আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার অলকবন্ধনে। আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো-- তোমার ললাটচন্দনে।

আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার অঙ্গসৌরভে। আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার অতুল গৌরবে॥ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.