আমাদের কথা খুঁজে নিন

   

শেহবাগো হেরে গেছ তাতে কি, আমরা কিন্তু জিতেছি...

শেহবাগরা বিশাল দেশের দীর্ঘকায় মানুষই বটে। কিন্তু মনটা সংকীর্ণতায় ভরা। মানসিকতা একেবারে নিচ ওদের। ওরা টেস্ট সিরিজ খুইয়েছে ইংল্যান্ডের কাছে। আমরা সবেদনা জানাচ্ছি।

এ শেহবাগই ক’দিন আগে তাচ্ছিল্যভরে মিডিয়ার সামনে বলেছিল, আপনাদের ভুলে গেলে চলবে না আমরা বাংলাদেশের মতো কোন রুগ্ন বা দুর্বল দলের বিপক্ষে খেলছি না যে চাইলেই জিতে যাব! শেহবাগরা হেরে গেছে। ওরা জিততে পারেনি। আমরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ঠিকই হারিয়ে দিয়েছি। ওদের দেশের একটি রাজ্যের চেয়েও ছোট আমাদের বাংলাদেশ। ৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট দেশটির মানুষগুলোও দেখতে ছোট।

তবে আমাদের মানসিকতা অনেক বড়। আমরা বাংলাদেশীরা শুধু ভদ্রই না। জাতিগতভাবে ভারতীয়দের চেয়ে অনেক আগে আমাদের জন্ম। আমাদের দেখেই সভ্যতা শিখেছে শেহবাগরা। কিন্তু শভ্য হতে পারেনি।

আমরা ভদ্র ও সহিষ্ণু বলেইতো সীমান্তে নানামুখি অত্যাচারের পরও ভারতীয়দের বন্ধু মনে করি। ৭১ এর জন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি। ফারাক্কা বাধের পরও ওদের সাথে সম্পর্ক রাখি। আমরা বিশাল মানসিকতার মানুষ বলেই, ভারতীয়রা কোন ক্রিকেট টুর্নামেন্টে জিতলে প্রতিবেশীদের জয়ের আনন্দে বিজয়োল্লাশ করি। মিছিল করি।

আর ভারতীয়রা আমাদের জয়ে হতাশ হয়। ওরা কখনো বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল করে না বরং সংকীর্ণতায় ভুগে। আসলে এখানেই আমাদের সাথে ওদের পার্থক্য। বাংলাদেশ বিশ্ব ক্রিকেট প্রতিনিধিত্ব করছে এ ব্যাপারটিই ওরা মানতে পারে না। মনে আছে আইপিএল এ বাংলাদেশী খেলোয়ারদের সাথে ওদের আচরণের কথা? আমরা প্রগতিশীল বলেই নিজ গুনে ওদের উদ্ধ্যতপূর্ণ আচরণ ক্ষমা করে দেই।

আমি আশংকা করছি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে ষরযন্ত্রের। আমাদের প্রধান দুটি দলের কেউই আসলে দেশপ্রেমিক না। ওদের দিয়ে যেকোন কিছু করানোই সম্ভব। ভারত আমাদের নিজস্ব দেড় শতাধিক পণ্যের স্বত্ব চুরি করেছে! কই দু’দলের একজনও কি টু শব্দটি করেছে? আসলে সাধারণ জনতা বা আজকের তরুণ প্রজন্মকেই মাঠে নামতে হবে। লড়ে যেতে হবে ৫৬ হাজার বর্গমাইলের সার্বভৌমত্ব রক্ষার জন্য।

একটি প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। দালালির রাজনীতির অবসান ঘটানো না গেলে বাংলাদেশের ভাগ্যাকাশে শুধু আমবশ্যার আঁধারই রয়েছে... শেহবাগো হেরে গেছ তাতে কি, আমরা কিন্তু জিতেছি... শেহবাগরা বিশাল দেশের দীর্ঘকায় মানুষই বটে। কিন্তু মনটা সংকীর্ণতায় ভরা। মানসিকতা একেবারে নিচ ওদের। ওরা টেস্ট সিরিজ খুইয়েছে ইংল্যান্ডের কাছে।

আমরা সবেদনা জানাচ্ছি। এ শেহবাগই ক’দিন আগে তাচ্ছিল্যভরে মিডিয়ার সামনে বলেছিল, আপনাদের ভুলে গেলে চলবে না আমরা বাংলাদেশের মতো কোন রুগ্ন বা দুর্বল দলের বিপক্ষে খেলছি না যে চাইলেই জিতে যাব! শেহবাগরা হেরে গেছে। ওরা জিততে পারেনি। আমরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ঠিকই হারিয়ে দিয়েছি। ওদের দেশের একটি রাজ্যের চেয়েও ছোট আমাদের বাংলাদেশ।

৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট দেশটির মানুষগুলোও দেখতে ছোট। তবে আমাদের মানসিকতা অনেক বড়। আমরা বাংলাদেশীরা শুধু ভদ্রই না। জাতিগতভাবে ভারতীয়দের চেয়ে অনেক আগে আমাদের জন্ম। আমাদের দেখেই সভ্যতা শিখেছে শেহবাগরা।

কিন্তু শভ্য হতে পারেনি। আমরা ভদ্র ও সহিষ্ণু বলেইতো সীমান্তে নানামুখি অত্যাচারের পরও ভারতীয়দের বন্ধু মনে করি। ৭১ এর জন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি। ফারাক্কা বাধের পরও ওদের সাথে সম্পর্ক রাখি। আমরা বিশাল মানসিকতার মানুষ বলেই, ভারতীয়রা কোন ক্রিকেট টুর্নামেন্টে জিতলে প্রতিবেশীদের জয়ের আনন্দে বিজয়োল্লাশ করি।

মিছিল করি। আর ভারতীয়রা আমাদের জয়ে হতাশ হয়। ওরা কখনো বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল করে না বরং সংকীর্ণতায় ভুগে। আসলে এখানেই আমাদের সাথে ওদের পার্থক্য। বাংলাদেশ বিশ্ব ক্রিকেট প্রতিনিধিত্ব করছে এ ব্যাপারটিই ওরা মানতে পারে না।

মনে আছে আইপিএল এ বাংলাদেশী খেলোয়ারদের সাথে ওদের আচরণের কথা? আমরা প্রগতিশীল বলেই নিজ গুনে ওদের উদ্ধ্যতপূর্ণ আচরণ ক্ষমা করে দেই। আমি আশংকা করছি, বাংলাদেশের ক্রিকেট নিয়ে ষরযন্ত্রের। আমাদের প্রধান দুটি দলের কেউই আসলে দেশপ্রেমিক না। ওদের দিয়ে যেকোন কিছু করানোই সম্ভব। ভারত আমাদের নিজস্ব দেড় শতাধিক পণ্যের স্বত্ব চুরি করেছে! কই দু’দলের একজনও কি টু শব্দটি করেছে? আসলে সাধারণ জনতা বা আজকের তরুণ প্রজন্মকেই মাঠে নামতে হবে।

লড়ে যেতে হবে ৫৬ হাজার বর্গমাইলের সার্বভৌমত্ব রক্ষার জন্য। একটি প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। দালালির রাজনীতির অবসান ঘটানো না গেলে বাংলাদেশের ভাগ্যাকাশে শুধু আমবশ্যার আঁধারই রয়েছে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.