আমাদের কথা খুঁজে নিন

   

[মিথ্যা অপসৃত, সত্য সমাগত]এই মিথ্যাচারের শেষ কোথায় ?......এত মিথ্যাচারের কী দরকার..?

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ আধুনিক মিডিয়ার কল্যানে শুধু ১৬ কোটি বাঙ্গালী নয় বরং সারা বিশ্ব দেখেছে বিশ্বজিৎের হত্যাদৃশ্য। এটা নিয়ে সরকারের বহু বাঘা বাঘা মন্ত্রীরা সেই প্রথম থেকেই উল্টা-পাল্টা কথা বলা শুরু করেছিল। হত্যাকারীদের প্রথমে ছাত্রদল বানানো, এমন কী শিবির বানানোর চেষ্টা করা হয়েছিল। সেই সোনার ছেলেদের গ্রেপ্তার নিয়ে তালবাহানা চলেছে এখন আবার পোস্টমোটেম রির্পোটে ডাক্তাররা নাকি কোন চাপাতির যখম পায়নি। সরকারযন্ত্র সর্বাত্তক চেষ্টা করছে সেই কুলাঙ্গারদের কে রক্ষা করতে, কিন্তু কেন? এসব ঘটনা থেকে আমরা আমজনতা কিসের আলামত দেখছি তা সর্বকালের জনপ্রিয় সরকার বাহাদুর না বুঝলেও আমরা বুজতেছি। তবে আমাদের চেয়ে যাদের বেশি বুঝা উচিৎ তারা বুঝলেই হয়........সরকারের কাছে আমার প্রশ্ন "এই মিথ্যাচারের শেষ কোথায়......এত মিথ্যাচারের কী দরকার..?" ধন্যবাদ, সত্য ও সুন্দরের পক্ষে পথহারা সৈকত গাজিপুর, বাংলাদেশ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.