আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক অথবা ব্লগে লেখা হবে বাংলায়।আসুন মোবাইলে বাংলা লেখা শিখি

আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের হাসি। তাই আমি সারাজীবন মানুষকে হাসি মুখে দেখতে চাই দৃষ্টি আকর্ষন সবাইকে পোষ্টটি একবার হলেও পড়ার অনুরোধ করছি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিক,সালাম, বরকত, শফিউর সহ অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি। এ ভাষা আমাদের মায়ের ভাষা ,প্রানের ভাষা। বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও প্রায় সবাই বাংলা লেখার চেষ্টা করে থাকি।

আমরা বেশীরভাগ মানুষই মোবাইল দিয়ে ফেসবুক চালাই। যারা পিসিতে চালাই তারা অভ্র দিয়ে বাংলা লিখি। দুঃখের ব্যাপার হল সামান্য কিছু মোবাইল ছাড়া বেশিরভাগ মোবাইলে বাংলা লেখা যায় না। কিন্তু কিছুটা চেষ্টা করলেই খুব সহজেই যে কোন মোবাইলে বাংলা লেখা যায়। আমরা চাই যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি সে ভাষাতেই ফেসবুকে লিখার অভ্যাস করব।

বাংলিশ লেখা দেখলে কেমন যেন লাগে। ধরুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি এটা যদি amar sonar bangla ami tomay valbasi.এটা দেখতে অবশ্যই খারাপ লাগবে। আমরা অন্তত স্ট্যাটাসটা বাংলায় দেয়ার চেষ্টা করব। এতে করে আমাদের যারা বিদেশী বন্ধু আছে তারা আমাদের ভাষা সম্পর্কে জানতে চাইবে। তখন আমরা আমাদের ভাষা দিবসের গৌরবের ইতিহাস বলতে পারব।

আসুন দেখি কিভাবে মোবাইলে বাংলা লিখা যায়। এই পদ্ধতিটি সকল মোবাইল ব্যাবহার কারীদের জন্য। যে কোন মোবাইল ফোন থেকে সহজেই অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন । সাথে থাকছে বাংলায় ফেইসবুক স্ট্যাটাস আপডেটের সুবিধা। এপ্লিকেশনটির নাম Write Bangla On Mobile কিভাবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন? স্টেপ ১ : “OPERA MINI”অথবা “uc” ব্রাউজার দিয়ে http://writebangla.com/ এই লিংক (এপ্লিকেশন) টি তে প্রবেশ করুন… এবার “Write Bangla On Mobile” সেকশনে যাবেন, এখানে মোবাইল থেকে বাংলা লিখার ২টি(অভ্র ফোনেটিক এবং ফোনেটিক)ভার্শন পাবেন।

»Write Avro Phonetic Bangla (V 2) »Write Avro Phonetic Bangla+FB status (V 2) এবং »Write Phonetic Bangla (V 1) »Write Phonetic Bangla+FB status (V 1) সরাসরি বাংলা স্ট্যাটাস এর জন্য“+FB status” ভার্শন ব্যবহার করুন। ব্লগ লিখা,মেইল করা বা অন্য কাজ “কপি পেস্ট” এর মাধ্যমে বাংলায় করতে “+FB status” ভার্শন ব্যবহার করার প্রয়োজন নেই। মনে রাখবেন “+FB status” ভার্শন ব্যবহার করতে আপনাকে অবশ্যই “রাইট বাংলা” কে “ফেসবুক পারমিশন” দিতে হবে। স্টেপ ২ : (***এই স্টেপ টি শুধুমাত্র সরাসরি ফেসবুক স্ট্যাটাস আপডেটের সুযোগ থাকা ভার্শন গুলোর জন্য এবং শুধুমাত্র প্রথমবার ব্যাবহার করার সময় লাগবে,”এলাউ” হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিটকরতে হবে না। ***) (**আপনি যদি সরাসরি স্ট্যাটাস না দিয়ে কপি পেস্ট করে লিখতে চানতাহলে “+FB status” না থাকা ভার্শন গুলো ইউজ করুন এবং এই স্টেপটি আপনার জন্য নয়।

**) এখন ফেসবুক পারমিশন দিতে বলবে… দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন “এলাউ” দিতে বলবে ফেসবুক… এলাউ করুন…. স্টেপ ৩ : “Banglish Input Box” এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে KeyMap অনুযায়ী যা লিখতে চান তালিখুন। যেমনঃ(অভ্র ফোনেটিক বাংলা) amar sonar bangla ami tOmay bhalObasi = আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেমনঃ(ফোনেটিক বাংলা) jn+m/jn.m diyech tumi mago, tai tomay valobasi = জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি নির্ভুল বানানে বাংলা লিখতে কয়েকটি Rules এবং Keymap দেখুন এখান থেকে: v1: http://writebangla.com/AvroPhoneticKeymap.html v2: http://writebangla.com/PhoneticKeymap.html বাংলিশ লেখাটি সরাসরি কনভার্ট না হলে “Convert Banglish To Bangla” তে ক্লিক করে লেখা টি কেবাংলায় রুপান্তর করুন… “Bangla Output Box” এর নিচেই আপনি “▯▯▯▯▯▯▯▯” সিম্বল গুলোর প্রিভিউ দেখতে পাবেন,এবং বানানেভুল থাকলে তা আবার শুদ্ধ করে নিতে পারবেন… সব কিছু ঠিক থাকলে এখন “Post FB Status To Your Wall” এ ক্লিক করুন… এখন আপনার ওয়ালে বাংলা স্ট্যাটাস আপডেট টি দেখতে পাবেন… _______ আপনি যদি কপি পেস্ট ভার্শন ব্যাবহার করতে চান তাহলে বাংলা আউটপুট বক্স থেকে কপি করে তা যেকোন সাইটে পেস্ট করে বাংলা লিখতে পারবেন। অপেরা মিনি ৫ বা ৬ ভার্শন থেকে একটি ট্যাব এ Write Bangla On Mobile এপ্লিকেশন টি খুলে রাখুন অন্য ট্যাব এ ফেসবুক ওপেন করে যার পোস্ট এ কমেন্ট করবেন সেখানে যান…… এবার এপ্লিকেশন ট্যাব এ যা লিখার লিখে তা কনভার্ট করুন,এখন বাংলা আউটপুট বক্স থেকে কনভার্টেড টেক্সট গুলা কপি করে “ফেসবুক” ট্যাব এ গিয়ে “কমেন্ট বক্স” এ পেস্ট করে বাংলায় কমেন্ট করুন…… (একই ভাবে অন্যের ওয়ালে, মেসেজে, নোটে, মেইলে, ব্লগে বা অন্য কোন সাইটেও বাংলা লিখতে পারবেন) কিভাবে কপি পেস্ট করতে তা এখানে ডিটেইলস লিখা আছেঃ http://writebangla.com/faq/how-can-i-co … obile.html বাংলা ফোনেতিক লেখার নিয়মাবলীঃ অ a,আ aa,ই I,ঈ ee,উ u,ঊ oo,ঋ R,এ e,ঐ ai,ও o,ঔ auক kখ khগ gঘ ghঙ Ngচ chছ chhজ jঝ jhঞ NjটTঠThড Dড় D~ঢ Dhঢ় Dh~ণ Nত tথ thদ dধ dhন nপ pফ phব bভ bhম mয yয় Yর rল lশ shষ Shস sহ hং M আ-কারaই-কার অক্ষরiঈ-কার অক্ষরeeউ-কার অক্ষরuঊ-কার অক্ষরooঋ-কার অক্ষরRএ-কার অক্ষরeঐ-কার অক্ষরaiও-কার অক্ষরoঔ-কার অক্ষরauর ফলা অক্ষরrরেফ rঅক্ষরয ফলা অক্ষরzপর পর ২টি অক্ষর লিখলেই যুক্তবর্ণ হয়ে যাবে ( যুক্তবর্ণ = zuktabarN ) আর বর্ণ যুক্তবর্ন না করতে চাইলেদুই অক্ষরের মাঝে a দিতে হবে। opera mini চালু করে "Enter Address" এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপকরুন opera:config ৩ - এখন যে পেজটি আসবে, এর শেষ optionটি তথা "use bitmap font for complex script" optionটি Yes করুন। (শুরুর সময় এটি No করা থাকে) ৪ - পেজের নিচে দিয়ে Save করুন।

সবাই এটা আপনাদের বন্ধুদের জানান। যাদের পেজ আছে তারা পেজে দিতে পারেন। যারা মোবাইলে বাংলা লিখতে পারে না তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিন। এছারা আর কোন সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.