আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি ধোঁয়া খেয়ে বাঁচি-

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। আজ আমি ধোঁয়া খেয়ে বাঁচি- হাতে হাতে ধোঁয়া খুঁজি, শ্বাসে-শ্বাসে ধোঁয়া আর ধোঁয়া; আমার প্রতিটি রক্তকণিকায় টের পাই- তোমার স্পর্শের মত একটি শিহরণ। শিহরণ কি ভেজালমুক্ত? নাকি সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মত দুর্নীতিগ্রস্ত? তুমি, ভালবাসা, শিহরণ সবই চাঁদের মত কলঙ্কিত; ধোঁয়াও কলঙ্কিত, কুলষিত। তবুও আমি পথে পথে ধোঁয়া খুঁজি আমি আজ কলঙ্গিক তোমাদের দ্বারা। তুমি, শিহরণ, ভালবাসা- চাঁদ, জোসনা, বনফুল; সবাই মিলে আমারে করেছো কুলষিত। আমি আরো কুলষিত হবো, হবো তোমাদের চাইতেও কলঙ্কিত। ধোঁয়া ছাড়া কে পারে আমার আত্মাকে করতে কুলষিত? আজ আমি ধোঁয়ার প্রেমিক।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।