আমাদের কথা খুঁজে নিন

   

অভাব রাজউকের স্বভাবে

অভাব রাজউকের স্বভাবে যখন কোন দূঘটনা হয় তার পর রাজউক কি বলবে তা বাচ্চা একটি ছেলেও বলতে পারে। তার উত্তর হবে লোকবল নেই। আবার বিষয় প্রতিষ্ঠানটি এ যুক্তি দিয়ে দিনের পর দিন পার করছে। কিন্তু তাকে কতগুলো প্রশ্ন করছে না। ১. রাজউকের মূল কাজ রাজধানীর বাড়ী, ঘর, মার্কেট অবকাঠামো ঠিক মতো হচ্ছে কি তা পরিক্ষা করা।

কিন্তু মানুষের অভাবে সে ঠিক মতো তা তদারকি করতে পারছে না। ২. রাজউক কি করছে আবাসন প্রকল্প প্রকল্প, ফ্লাট তৈরি, ফ্লাইওভার তৈরি। ৩. আবাসন ও ফ্ল্যাট তৈরির জন্য রয়েছে প্রাইভেট কোম্পানি, ফ্লাইওভার তৈরির জন্য রয়েছে সরকারের সড়ক বিভাগ, সেতু বিভাগ, সিটি কর্পোরেশন, যোগাযোগ মন্ত্রণালয়। ৪. প্রশ্ন এতগুলো বিভাগ থাকার পর রাজউকের আবাসন আর ফ্লাই্ওভার তৈরির প্রয়োজন কি? ৫. যদি লোক না থাকে তবে এ সকল প্রকল্পে এত লোক নিয়োগ করার ক্ষমতা ও অর্থ কোথায় পায়। ৬. মূল বিষয়ে পাশ না করে, চতুর্থ বিষয়ে পাশ করে লাভ কি? উপদেশ ১. রাজউকে কর্মরত সকল ব্যক্তিদের সম্পত্তি ও ফ্ল্যাটের হিসেবে চাওয়া উচিত।

২. কর্মকর্তাদের কাজের হিসেবে চাওয়া উচিত। ৩. নিজেদের কাজের পরিধিতে না থাকা এবং সরকারের অন্য সংস্থা থাকা স্বত্বেও আবাসন, ফ্ল্যাট তৈরি, ফ্লাইওভার তৈরি প্রকল্প তৈরি করার কারণ ও ক্ষমতা অনুসন্ধান করা উচিত। ৪. চলমান আবাসন, ফ্ল্যাট তৈরি, ফ্লাইওভার তৈরি প্রকল্প হস্তান্তর ও বন্ধের উদ্যোগ নেয়া প্রয়োজন। ৫. সংবিধান অনুসারে দরিদ্র মানুষের আবাসন ব্যবস্থা না করে, বরং দরিদ্র মানুষের জমি দখল করে জনগনের টাকায় ধনীর আবাসন তৈরি জন্য অসংবিধানিক কাজের অভিযোগ আনা উচিত। তবে সম্পত্তি ও ফ্ল্যাটের হিসেবে করার হলে বুঝা যাবে আবাসন, ফ্ল্যাট তৈরি, ফ্লাইওভার তৈরি প্রকল্প তৈরির করার কারণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।