আমাদের কথা খুঁজে নিন

   

সব জল ঘোলা করার সুযোগ নেই...

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! গতকাল বিজয় দিবসে, আমি একটা বিষয় লক্ষ করলাম, অনেকেই গুরুত্ব না জেনেই অতি আনন্দে - ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে, বাংলাদেশের জন্মদিন বানায়ে ফেলেছিলেন। কয়েক'টা মিডিয়াও এই কাজ'টা করেছে। যা অনাকাঙ্খিত। একই সাথে এটা একটা মারাত্মক ভুল। কেন - * ২৫ শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা (যা বঙ্গবন্ধু, সবার আগে তার ৩২ নাম্বার বাসার সামনে দিয়েছিলেন ), পরদিন ২৬ শে মার্চ ( মেজর জিয়া 'বঙ্গবন্ধুর পক্ষে' রেডিওতে পাঠ করেছিলেন ) ঘোষণা থেকেই বাংলাদেশের জন্ম।

তাই, ** ২৬ শে মার্চ, স্বাধীনতা দিবস। যা,স্বাধীন বাংলাদেশের জন্মদিন ! - এখানে উল্লেখ্য, ২৬ শে মার্চের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের পতাকা টানানো হয়েছে। এর কিছুদিন পরই মুজীবনগর সরকার গঠন করেছে। যা একটা পরিপূর্ন স্বাধীন দেশের সরকারের মতই, তার কাজ চালিয়ে গিয়েছিল। বিদেশে মিশন গঠন করে, বাংলাদেশের পক্ষে কাজ করে গেছে।

এরপর নয় মাস যুদ্ধের মধ্যমে, পাক-হানাদার নামক জারজ ময়লা গুলোকে সাফ করার মধ্য দিয়ে বিজয় এসেছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের কাছে, পাকিস্তানের আত্মসমর্পণের মধে দিয়ে, মুক্তিযুদ্বে বিজয় অর্জন হয়েছে। তাই, ** ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ! - এখানে উল্লেখ্য, ১৬ ডিসেম্বরের পরপরই কিন্তু পতাকা (প্রথম দিককার সেই পতাকা, যাতে বাংলাদেশ একটা ম্যাপ ছিল) বদলানো হয়নি। ২৬ শে মার্চ বাংলাদেশের জন্মদিনে যে পতাকা উড়ানো হয়েছিল, সেটাই উড়ানো হয়েছিল। ব্যাপার'টা নিয়ে জল ঘোলা করার কিছু নেই।

তবে, জামাতী জারজ গুলো এই অপপ্রচারের কিছু রাজনৈতিক সুবিধা নিতে পারে, আর তা হলঃ- ১। যদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জন্মদিন বলা হয়, তা হলে মুক্তিযুদ্ধ'টা হয়ে যাবে, তৎকালীন পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যকার গৃহযুদ্ধ ! ২। আর তখন রাজাকার জারজ গুলো বলবে- আমরা গৃহযুদ্ধ থামাতে আলবদর, আলসামস ও শান্তিকমিটি গঠন করি। রাজাকার শব্দের কোন মানে থাকবে না। যুদ্ধপরাধী বলে কিছু থাকবে না।

৩। আর তখন বলবে, তাহলে যুদ্ধাপরাধী'র বিচারের কোন দরকার নাই। এজন্য, এই জারজ শুয়ারের বাচ্চা গুলো, যেন এমন কোন ফায়দা নিতে না পারে, সে জন্য সবাইকে, সঠিক ইতিহাস জেনে, সতর্ক থাকতে হবে। যারা এই বিষয় নিয়ে, একটা ক্যাচাল সৃষ্টি করতে চাইছে, সেই সব ঘৃন্য চক্রান্তকারীর প্রতি তীব্র ঘৃণা জানাই। ** গালি দেয়া খুবই খারাপ, তবে সেটা, শুধুমাত্র রাজাকার'দের বেলায় প্রযোজ্য নয় ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।