আমাদের কথা খুঁজে নিন

   

শুধু উত্তরাঞ্চল নয় খোদ রাজধানীতেও পানির জন্য হাহাকার আরো বাড়তে পারে ।

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/chirosatru_1355670913_1-পানি.jpg ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওযায় বিগত বছরে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রায় সাড়ে তিন লাখ হস্তচালিত অগভীর নলকূপ বন্ধ হয়েছিল। ১৬ জেলার প্রত্যন্ত উপজেলা ও ইউনিয়ন এবং গ্রামে পানির জন্য হাহাকার মিডিয়ায় প্রকাশ হয়েছে বহুবার। মূলত ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। আসন্ন সেচ মৌসুমে এবারো ঘটনার পুনরাবৃত্তি পারে বলে ভুক্তভোগীরা আশঙ্কা করছেন। মাত্র এক যুগের ব্যবধানে রাজধানী ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে প্রায় ৩৫ মিটার।

অঞ্চল ভেদে আগে যেখানে ৫২ থেকে ৬০ মিটার নীচে পানি পাওয়া যেত সেখানে এখন ৮০ মিটারেও পানি পাওয়া যাচ্ছেনা। ঢাকা ওয়াসার অধিকাংশ পাম্পেই নির্ধারিত পানি উত্তোলনে ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে তাতে ভবিষ্যতে নলকুপ দ্বারা পানি উত্তোলন দুরূহ হয়ে পড়বে। বিশেষজ্ঞরা পরিবেশগত বিপয়র্যয়েরও আশংকা করছেন । এ ক্ষেত্রে পানি ও পরিবেশ বিজ্ঞানীরা বৃষ্টির পানি ব্যবহার এবং সে জন্য রাজধানীর খাল গুলো উদ্ধারের উপর গুরুত্বারোপ করেন।

রাজধানী ঢাকায় এখন প্রতিদিন পানির চাহিদা ২২০ থেকে ২৩০ কোটি লিটার। ওয়াসার দাবি তারা দৈনিক ২১০ থেকে ২২০ কোটি লিটার পানি উৎপাদন করছে। ৩০ শতাংশ সিস্টেম লস বাদ দিয়ে বাকি প্রায় ১৩০ কোটি লিটার পানি তারা নগরবাসীতে দিতে পারছে। এই পানির ৮৭ শতাংশ আসে ভূগর্ভস্থ পানি থেকে। বাকি টুকু নদী থেকে।

কিন্তু সাম্প্রতিক সময়ে এই পানি টুকুও ওয়াসা দিতে পারছেনা। প্রতিবছরই তারা গভীর নলকুপ স্থাপন করছে। দেখা যাচ্ছে দুই তিন বছর পরেই বসানো পাম্পে ঠিক মত পানি পাওয়া যাচ্ছেনা। বিশেষ করে পুরনো নলকুপ গুলোতে এখন পানি তেমন একটা উঠেনা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পানি সরবরাহের ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেয়া মুশকিল হবে।

পানি নিয়ে হাহাকার দেখা দিবে। দেরি করলেই বড় বিপর্যয় ঘটতে পারে। যত সময় গড়াবে মহানগরীতে পানি সঙ্কট ততই তীব্র হবে। তখন ঢাকা বসবাসের উপযুক্ততা হারাবে। আগামী ১০ বছরের মধ্যে এই বিপর্যয় নেমে আসার আশংকা করা হচ্ছে।

২০ বছর পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে। বিশেষজ্ঞরা আরো বলছেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতি বছর এভাবে গভীর নলকুপ স্থাপন করা হলে কয়েক বছরের মধ্যে তা হাজার ছাড়িয়ে যাবে। তারা বলছেন, বৃষ্টি এবং ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা না হলে রাজধানীতে ভূপরিবেশগত বিপর্যয় দেখা দিবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.