আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবস আর চিকনি চামেলি ,সাথে প্রিতম পেয়ার জেনারেশন।

আমি তো আমি নই। হয়তোবাঅন্য কেউ ধারণ করছে আমার মাঝে। তারই ছায়া খোঁজার চেষ্টা আমার। জানিনা স্বোপার্জিত স্বাধীনতার এতো বড় অপমান আর হবে কিনা। যাচ্ছিলাম একটা কাজে।

বাসা থেকে বের হয়ে গলির মুখে যেয়েই দেখি বড় বড় সাউন্ড বক্স। আর সেখানে বাজছে দেশের গান “এক সাগরে রক্তের বিনিময়ে”, “পূর্ব দিগন্তে” অতি উচ্চস্বরে। দেশের প্রতি এটা কোন ভালোবাসা জানিনা শুধু একদিন এভাবে উচ্চস্বরে গান বাজিয়ে। আমার অবাক হওয়ার আরও বাকি ছিল। যখন আমি কাজ সেরে বাসায় আসলাম তখন শুনি সেখানে বাজছে “ আয়ি চিকনি চামেলি” “প্রিতম পেয়ারে”।

এটা কি বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানানো নাকি বিয়ের পার্টি। পাড়ার মাস্তান আর বড় ভাই দের এমন বিজয় দিবস পালন দেখে আমার মনে হচ্ছে এর চেয়ে রুচি বিকৃতি আর কোন ভাবেই হতে পারে না। ত্রিশ লাখ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি চিকনি চামেলী আর প্রিতম পেয়ারে জেনারেশন। আচ্ছা, একটা ছোট বাচ্চা যখন তার বাবাকে জিজ্ঞেস করবে বাবা আজ বিজয়ের দিনে এই গান বাজছে কেন। আজ কি হিন্দী গান দিবস? তখন তার বাবা তাকে কি উত্তর দিবে? আমরা এত হিন্দী গান প্রিয় কেন? আমাদের সত্তা কেন আমাদের বিকৃত রুচির এই গানগুলো শুনতে বাধা দেয় না? এমনকি এই বিজয়ের মাসেও আমরা আমাদের আপন সংস্কৃতি কে শ্রদ্ধা জানাই না।

এর পরিণতি কি কে জানে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।