আমাদের কথা খুঁজে নিন

   

কি দরকার বিজয় দিবসের

মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা ­টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র ­কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই ডিসেম্বর মাসটা আমাদের বিজয়ের মাস এই রকম আমাদের আরো অনেক মাস দিন আছে যে সব আমাদের অর্জিত। তাই এই সব দিন কিংবা মাসে অনেক ফেসবুকে দেখি নিজেদের ছবি পালঠিয়ে লাল সবুজের অনেক, অনেক রকম ছবি দিয়েছে তা দেখে অনেক বেশি ভাল লাগে। হোক না সেটা এক দিনের তার পর দেখতে অনেক ভাল লাগে। আর আমি দেশের বাইরে থাকি তাই অন্য রকম অবিজ্ঞা হয় আমার এই সব বিশেষ দিন গুলিতে আমার অনেক সহকর্মি যারা অন্য দেশের যারা আমার সাথে ফেসবুকে আছে আর আমাকে জিজ্ঞাস করে আজ কি তোমাদের বিশেষ কোন দিন নাকি,হয়ত তারা কাজের ব্যস্তায় ওই সব খবর রাখে না কোন দিন কি জন্য কি উযার্পন করে তাই আমাদের বাংলাদেশিদের প্রোফাইল দেখে জিজ্ঞাস করে আমি অনেক গর্ভ করে বলতে পারি আজ আমাদের বিজয় দিবস এবং কি জন্য কেমনে হল এই বিজয় বলতে বুক ভরে উঠে গৌরবে। আর আমাদের দেশ অনেক স্ট্যাটাস দেখা যায় ওরা লিখে শুধু এক দিনের জন্য দেশ প্রেমিক দেখায়ে লাভ নাই আরররে আমি বলি তোদের দেখানো লাগবে না,কি দরকার তোদের প্রোফাইল বদলানোর,তোদের মত ৭১ ও অনেক বিরোধী করেছে কি দরকার ছিল দেশ বদলানোর।

তাই তোরা যারা দেশের লাল সবুজ প্রোফাইলে দিতে নারাজ তারা দিতে পারছ ওই সব রাজাকারের ছবি সমর্তন যে হে করতে ইচ্ছা নাই এক বারে বিরোধীতা কর তাই ভাল আমরা বলতে পারবো "তুই রাজাকার" সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সফল হোক বিজয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.