আমাদের কথা খুঁজে নিন

   

আমার মিলন লাগি তুমি

আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে। তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে।           কত কালের সকাল-সাঁঝে           তোমার চরণধ্বনি বাজে,           গোপনে দূত গৃহ-মাঝে                গেছে আমায় ডেকে। ওগো পথিক, আজকে আমার সকল পরাণ ব্যেপে থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে           যেন সময় এসেছে আজ,           ফুরালো মোর যা ছিল কাজ -           বাতাস আসে, হে মহারাজ,                তোমার গন্ধ মেখে। ১৬ ভাদ্র ১৩১৬ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি রচনা সংখ্যাঃ ৩৪

সোর্স: http://www.bangla-kobita.com     দেখা হয়েছে ৪৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।