আমাদের কথা খুঁজে নিন

   

চোতরা পাতা ও পাগলের প্রলাপ = বিনুদুন

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ছুটুবেলা পুলাপানে চোতরা পাতা একজন আরেকজনের গায়ে দিতো। চোতরা পাতার এমন গুন, চুলকায় খালি চুলকায়। এই চোতরা পাতা কেউ জামার ভিতর ঢুকাইয়া দিত, আবার কেউ প্যান্টের পাছায় লাগাইয়া দিত। যারে লাগাইতো, সে কি পিঠ চুলকাইবে, নাকি পাছা চুলকাইবে ? অনেকটা পাগলের মতো আচরন করতো।

কেউ কেউ আবার এই চুতরা পাতার বদলে "বিলাই চিমটি" ও দিতো। বাংলাদেশের আকাশে বাতাসে এখন সকাল, বিকাল চুতরা পাতা বা বিলাই চিমটিতে সরকারী রাজনৈতিক মন্ত্রী, নেতা, উপনেতা, পাতিনেতারা আক্রান্ত। এই আক্রান্তের কারনে প্রলাপ করছে, আপনারা খেয়াল করছেন? কে কার চেয়ে কি বেশী কইবে, এর যেনো একটা কমপিটিশন লড়াই চলছে! একজন তো গেরিলা যুদ্বের কতা ও কইলেন!আগে জানতাম, পুলাপানে চোতরা পাতা, বিলাই চিমটি দিয়া খেলে। অখন কলিকাল। কলিকালে আমার মতো বুইড়ারা ও চোতরা পাতা, বিলাই চিমটি দিয়া খেলে; এইটা দেখলাম।

বড় বিনুদুন পাইতাছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.