আমাদের কথা খুঁজে নিন

   

“আইন নিজের হাতে তুলে নিবেন না”

মানব ধর্ম বড় ধর্ম একটা মানুষের জীবনের থেকেও একটা নিউজ, একটা ফুটেজ, এমনকি একটি ছবির মূল্য অনেক বেশি??? এতগুলো মানুষের সামনে, এতগুলো ক্যামেরার সামনে, এতগুলো মিডিয়ার সামনে একজন বিশ্বজিৎকে হত্যা করা হয়। কিভাবে? মানুষ কিভাবে চোখের সামনে খুন দেখে চুপচাপ থাকে? সারা পৃথিবিতেই একই অবস্থা, ক্যামেরার সামনে মানুষ খুন হয়!!! বাহ!!!বাহ!!! খুন হয় আর সবাই সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে জনপ্রিয় হওয়ার জন্য। সত্যিই খুব অবাক হই। কেন মানুষ গুলো এমন হয়? আর আমাদের দেশের সরকার!!! এই বিষয়টা হচ্ছে আরেকটা বিস্ময়! কখন কি বলে আর কি করে তার কোন ঠিক ঠিকানা নাই। মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সচিবালয়য়ের পিয়ন পর্যন্ত সবাই মনে করে এইটাই সবথেকে বড় সুযোগ নিজের পকেট ভারি করার।

আমরা আম জনতা সবাই শুধু দেখছি আর শুনছি, সাংবাদিকেরা শুধু আধা সত্যি আধা মিথ্যা তথ্য উপাত্ত বের করে আমাদের সামনে এনে হাজির করছে। জনতাও হা করে গিলছে!!! যাইহোক আজ বিশ্বজিৎ খুন হয়েছে কালকে আরেকজন হবে পরশুদিন আমি খুন হব তারপরদিন আপনি হবেন। অপেক্ষা করেন! খুন হবার জন্য। যারা জিবিত থাকবেন তারা ফুটেজ দেখার জন্য অপেক্ষা করেন। আফসোস কইরেন না ভাই।

আপনার খুন হবার দৃশ্যও টিভিতে দেখানো হবে, পত্রিকার প্রথম পাতায় মৃত লাশের ছবি ছাপানো হবে। মানবধিকার সংস্থা নামক কিছু প্রতিষ্ঠান যারা মুখে অনেক বড় বড় কথা বলে প্রতিষ্ঠানে চাকুরীরত লোকজন ব্যাক্তিগত ভাবে অনেক পয়সার মালিক হয় আর এইসব খুন দেখে এবং পরে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার উপর বসে বসে চিল্লা চিল্লি করে। অনেকটা ৯০এর দশকের বাণিজ্যিক বাংলা ছবির কাহিনির মতন, সব শেষ হবার পরে পুলিশ এসে হাজির হয় আর বলে “আইন নিজের হাতে তুলে নিবেন না” সুতরাং ভাইয়েরা সবাই আর যাই করেন “আইন নিজের হাতে তুলে নিবেন না” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।