আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ডানহাতি না বামহাতি ?

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম ব্লগ লিখছি । আশা করি নিয়মিত সবার সাথে থেকে ব্লগিং সুচারুরুপে করতে পারবো । আমরা সবাই জানি, বেশির ভাগ লোকেরই ডান হাতটা বেশি কাজের । কিন্তু কোন কোন লোকের বাঁ হাতটাই আবার জোরালো হয় । মানুষের চোখের বেলাতে ও যে এমনি একটা ব্যাপার আছে, তা' বোধ হয় বেশির ভাগ লোকেরই অজানা ।

আপনি যদি ডান চোখো হোন , তা হলে বুঝতে হবে আপনার ডান চোখটা বেশি জোরালো ,ডান চোখটা আগে দেখে , তারপর বাঁ চোখ ছোটে তার পিছুপিছু । যদি দূরবীণ দিয়ে দেখতে কিংবা বন্দুক দিয়ে লক্ষ্যভেদ করতে চান , তা হলে ডান চোখটা ব্যবহার করাই ভালো । আপনি নিজে ডান চোখো না বাঁ চোখো, ঠিক করতে হলে নীচের পরীক্ষাটা করুন । কোথাও দাঁড়িয়ে ডান হাতের তর্জনী দিয়ে হাত দশেক দূরের কোন জিনিস লক্ষ্য করুন(আঙ্গুল আর আপনার দেখা জিনিসটা যেন একই সরলরেখায় হয়) এই সময় দুই চোখেই খোলা রাখতে হবে । লক্ষ্য ঠিক রেখে এবারে ডান চোখ বন্ধ করে ফেলুন।

কি দেখছেন ? চট করে লাফিয়ে আপনার আঙ্গুলটা ডান দিকে সরে গেলো ? তা হলে আপনি ডানচোখা । আর আপনি যদি বাঁ চোখা হোন , তা হলে আঙ্গুলটা কিন্তু সরবেনা । এখন আপনারা জানলেন আপনি ডান না বামহাতি । আশা করি ভালো লেগেছে । সবাই ভালো থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.