আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুর লতা!

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! আমাকে এখানে রেখে গেছে ফুল পাতা আঙ্গুর গাছ আমাকে এখানে ফেলে গেছে বাগানের ওপার থেকে আসা ছেলেটির ঘুড়ি। নদী আছে। অপেক্ষাও। আমাকে এখানে রেখে গেছে সাহসী জলের সেই নৌকাখানা! আয়নার সুখ। সিঁথি চিরে মেঠো পথ ঘরের আঙিনা।

জুড়ো ভাতে সুগন্ধী ধনে পাতা সবুজ মরিচ! পাতালের জল দিয়ে হাত মাখা ভাত। আমাকে এখানে রেখে গেছে ছেলেটার গোপন আঘাত! তিসি ফুল ফুটে গেছে ক্ষেতময়। দেশময় অস্থির ক্ষুধা! শীত, জরা জড়িয়ে ধরেছে বাল্যকাল। আমি আছি স্বার্থের হাত ধরে। আমাকে এখানে ফেলে গেল ছেলেটির অবাধ প্রনয়! আটকে ফেলেছে সুতো পৌষের জাল।

আমাকে এখানে ফেলে রেখে গেছে একা । কান্নার রূপ ধরে রস গন্ধ আর অলস সময়। আমাকে জড়িয়ে ধরে মেঘদের কষ! ছেলেটির মন। নীল তারা অভিজিত। রাতের আঁধার! পরাধীন হয়ে আছি কত দিন কত ক্ষণ প্রহর এমন! আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুর লতা! আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা।

আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।