আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজীত- তুমি মরে বেঁচে গেলে

আমি নতুন কিছু পড়তে ভালবাসি বিশ্বজীত, ভাই আমার! তুমি বড়ই সৌভাগ্যবান! দেখ তোমাকে নিয়ে আজকে কত কথা হচ্ছে! মন্ত্রী মহোদয় থেকে শুরু করে একজন সাধারণ মানুষ পর্যন্ত তোমাকে নিয়ে আজকে আলোচনা করছে! টিভি চ্যানেলগুলো দেখ, সেখানে তোমাকে নিয়ে কত কথা হচ্ছে! আচ্ছা ভাইটি বলোতো তুমি যদি বেঁচে থাকতে তাহলে কি কখনও এসব বড় বড় (!) ব্যক্তিরা তোমার নামটি কখনও মুখে আনতো? তুমি যদি না খেয়েও মারা যেতে তাহলেও কি তোমাকে এক বেলা খাবার দেওয়ার জন্য এসব ব্যক্তিরা তোমার পাশে গিয়ে দাঁড়াতো? কালকে এক টিভি চ্যানেলে শহীদ নূর হোসেনের ভাই আলোচনাকারীদেরকে আবেগে আপ্লুত হয়ে বললেন- ....প্রয়োজনে আমি নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিব। বুঝতেই পারছো আমাদের দেশের পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তোমাকেতো আর নিজের শরীরে নিজেকেই আগুন লাগাতে হয় নি। হায়েনারা তোমাকে পাঠিয়ে দিয়েছে না ফেরার দেশে। তোমাকে কিভাবে পাশবিক কায়দায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তা ভাবতেই শরীর শিওরে উঠে, কিন্তু ভাই তোমাকে তো মাত্র একবার কুপিয়ে হত্যা করা হয়েছে আর কেউ কখনও তোমাকে কোপাতে পারবে না আর আমরা যারা বেঁচে আছি তারাতো প্রতিনিয়তই অদৃশ্য অস্ত্রের কোপের শিকার হচ্ছি।

হায়েনাদের কোপে আমরা জর্জরিত। তুমি একবার কষ্ট স্বীকার করে চলে গেছো কিন্তু আমাদেরকে নিয়মিতই অসহ্য কষ্ট স্বীকার করতে হচ্ছে। তুমি একবার মরেছ কিন্তু আমাদেরকে বার বার মরতে হচ্ছে। ভাইটি আমার তোমার এই অসহ্য কষ্টতে আমরা কেউই তোমার পাশে দাঁড়াতে পারি নাই। রাগ করো না! পারলে আমাদেরকে মা করো।

তবে এটাতো ঠিক যে, তুমি মরে বেঁচে গেলে আর আমরা পৃথিবীতে যতদিন আছি ততদিন মরতেই থাকবো! এ মরা তোমার ঐ মরার চেয়ে অনেক দুঃখের, অনেক কষ্টের, অনেক অ-সহ্যের।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।