আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবসাইটে ফেসবুক লাইক লিংক যোগ করবো কি ভাবে ?

আমার একটি ওয়েবসাইটে ফেসবুক লাইক লিংক যোগ করে দিতে চাই, কিন্তু পারছি না। যেমন বিভিন্ন অনলাইন পত্রিকা ওপেন করলে ফেসবুক লাইকের পৃথক ছোট আকারে একটি পেজ আসে। এমনটা করতে হলে কি করতে হবে ? আপনার জানা থাকলে আমাকে সাহায্য করুন। আমার ওয়েব সাইটটি ওয়ার্ড প্রেসে তৈরী। আমি ইতিমোধ্যে ফেসবুকে কোড তৈরী করে ফেলেছি।

কোডে দেখানো হয়েছে- Your Open Graph tags: Put these in your <HEAD> নীচে একটি টেক্সে কোড গুলো দেওয়া রয়েছে। এখন এই কোডটি ওয়েবসাইটের এডমিন প্যানেলের কোথায় যোগ করে দিতে হবে ? এটি পারছি না। আমি এডমিন প্যানেলে Appearance গিয়ে Integration অপশনে Add code to the < head > of your blog এর টেক্সে কোডটি বসিয়ে দিয়েছি। কিন্তু উপরের দিকে একটি জায়গায় Enable header code লেখা নীচে This is Disabled লেখা রয়েছে। এটাকে Disabled বা Enabled করে কোন লাভ হয়নি।

এজন্য আপনাদের শরনাপন্ন হলাম। দয়া করে আমাকে সাহায্য করুণ। এতে কি ভুল রয়েছে বা অন্য কি মাধ্যম রয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.