আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটোর ওয়েবসাইটে সাইবার হামলা

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর কয়েকটি ওয়েবসাইটে শনিবার হামলা চালিয়েছে হ্যাকাররা। ন্যাটো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিমিয়া বিষয়ে উত্তেজনার জের ধরেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে।

ন্যাটো ক্রিমিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় দেশপ্রেমিক ইউক্রেন নাগরিক এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ‘সাইবার বারকট’ নামে পরিচয় দেওয়া একটি দল।

‘www.cyber-berkut.org’ ঠিকানার একটি ওয়েবসাইট থেকে হামলার দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনের ক্ষমতাচ্যুত রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের একটি সৈন্যদলের নাম ছিল সাইবার বারকট।

ন্যাটোর প্রধান ওয়েবসাইটও (www.NATO.int) হামলার শিকার হয়েছে। তবে ওয়েবসাইটের কাঠামোতে গুরুতর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ।

রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তে পৌঁছতে রবিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে ক্রিমিয়ায়। আর ক্রিমিয়াকে একীভূত করা অসাংবিধানিক ও ইউক্রেনের সার্বভৌমত্বের জন্যে হুমকি উল্লেখ করে বরাবরই এর বিরোধিতা করে আসছে ন্যাটোভূক্ত দেশগুলো।

ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কো সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

তবে কোথা থেকে এই সাইবার আক্রমণ করা হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি লুঙ্গেস্কো। সূত্র : রয়টার্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.