আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এবার অন্য ভাবে কম্পিউটার ফাস্ট করি

ক্ষমতা কেউ দিয়ে দেয় না, ক্ষমতা অর্জন করতে হয়। আসলে সফটওয়্যার জিনিস টা আমার অনেক পচ্ছন্দ তাই এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে আমার ভালো লাগে তাই আজ পোস্ট করছি একটি ভিন্ন জিনিস এবং প্রায় আজানা একটি সফটওয়্যার নিয়ে অনেকে হয়ত জানেন তবুও আবার এই সফটওয়্যার নিয়ে আসলাম। কথায় আসি আসলে কম্পিউটার ফাস্ট করার জন্য অনেকে অনেক সফটওয়্যার দিয়ে থাকেন কিন্তু এগুলো দিয়ে কম্পিউটার ফাস্ট হলে ও প্রোগ্রাম স্লো হয়ে যায়, আর কম্পিউটার ফাস্ট হয় RAM, Processor ও Hard Drive এর উপর ভিত্তি করে তাই সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার কখোনো ফাস্ট হয় না, কিন্তু যদি সফটওয়্যার কে ফাস্ট করা যায় টাহলে কেমন হয়। হে তা সম্ভব, তাহলে কি করতে হবে এই লিন্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নেই এখানে ক্লিক করুন এবার সফটওয়্যার টি ইনস্টল করি, সফটওয়্যার টি চালু করার পর যা আসবে সব স্কিপ করে যান। এবার এরকম স্কিন আসবে এবার ফাইল থেকে Open Process এ ক্লিক করুন কিন্তু আগে আপনি যে সফট টির স্পিড বারাতে চান তা আগে চালু করে নিন।

কোন সফট চালু করবেন তা ভাবছেন যেকোনো অর্থাৎ গেইম থেকে শুরু করে সব এবং কি ইন্টারনেট স্পিড পর্যন্ত এটি বারাতে সক্ষম। এবার Process List আসবে এরকম। এবার সফট টি সিলেক্ট করে Open বাটনে চাপুন। সফট টি Cheat Engine এ চালু হবে এবার ডান পাশে কোনায় Speed Hack এ টিক দিন এবং ঠিক নিচেই একটি মিটার এর মতো আসবে এবং এতে Speed ঠিক করে Apply Button এ চাপুন স্পিড নির্ধারন হবে। ছবি দেখে কাজ করুন।

স্পিড যদি না বারে আমার নাম কাটা........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.