আমাদের কথা খুঁজে নিন

   

দিলাম হাটে হাড়ি ভেঙে। ভুত এফএমের সিসি ক্যামেরাতে উঠা ছবিতে কোন ভুতের মুখ নেই। ওইটা আলোর কারসাজী।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা দিলাম হাটে হাড়ি ভেঙে। ভুত এফএমের সিসি কামেরাতে উঠা ছবি কোন ভুতের মুখ নেই। ওইটা আলোর কারসাজী। ভুত এফএম গত ২৩ নভেম্বর রানিং শো একদম ঝপাত করে বন্ধ হয় যায়। তাদের সবগুলো স্টুডিওর একটাও নাকি আর কাজ করতেছিল না।

তাই তারা সেদিন আর শো চালাইয়া নিতে পারেনাই। পরে তাদের সিসি ক্যামেরা থেকে দেখা যায় শো বন্ধ হউয়ার সময় আলোর ঝলকানি হয় এবং পরে শো টা অফ হয়ে যায়। সেই ভিডিও নাকি অনেকে কেটে কুতে দেখে আলোর ঝলকানির মাঝে একটা মুখের ছবি খুজে পায়। পরের এপিসোডে এসে বাবুভাই বলে তার কোন ভাইজতা নাকি ভাগ্নে যেন এই বিশাল কর্ম টা করে ফেলছে( আলোর ঝলকানির মাঝে ভুতের মুখ। ) এবং নেটে আপলোডও করে দিছে।

এইটা দেইখা নাকি অনেকে ভয়ও পাইছে। আমার দেখার আগ্রহ ছিল না। গত কালকে একটা ফ্রেন্ড বাসায় এসে বলল ভিডিও টা দেখবে। তাই আমি নামাইলাম। আর যখন নামাই ফেলছি তখন ভাবলাম দেখি আমিও একটু কাটাকুটি করে ভুতের মুখ দেখে জীবন ধন্য করতে পারি কিনা।

গম প্লেয়ারে দিয়ে চালাইয়ে “ব্রাস্ট ক্যাপচার” করলাম আলোর ঝলকানি সুরু হউয়ার কিছু আগে থেকে কিছু পর পর্যন্ত। আস্তে আস্তে দেখতে গিয়ে আমিও দেখলাম সেই ভুতের মুখ। ভাবছিলাম ভুতের মুখ দেইখা ভয় পামু আর সেই সাথে জীবনও ধন্য করুম। কিন্তু আমার আশার গুড়ে ময়লা বালি। দেখে তো আমি হাসতে হাসতে শেষ।

আমার মত পোলা যদি এই সামান্য ব্যপারটা ধরতে পারে তাইলে ওরা পারলো না কেন? আসুন দেখি ওইটা আসলেই কি ভুতের মুখ। নাকি আলোর খেলা। দেখেবন কারেন্ট আপ ডাউন করতে থাকলে যখন অনেক বেশি পরিমান কারেন্ট প্রবাহিত হয় তখন লাইট অনেক উজ্জ্বল হয়ে উঠে। এখানেও তাই হয়েছে। আর সেই উজ্জ্বল আলোর মাঝে তারা নাকি একটা মুখ খুইজা পাইছে।

আসলে এটা কোন মুখ নয়। কেও যদি খুব অল্প সময়ের ব্যাবধানে সেই মুখ দেখার আগের এবং পরের ছবিটা ক্যাপচার করে একটু ভালো মত দেখে তবে সেও বুঝবে। আসুন দেখি। এই ফটোতে যার মুখ দেখেন সেইটা নাকি ভুতের। এই ফটোতে আমি মার্ক করে দিছি কোনটা মুখ আর কন দুইতা চোখের মত লাগে।

এইবার এই ফটো দেখেন তাইলে আসল কাহিনি বুজবেন। ১. ভুতের যেখানে মুখ ছিল সেখানে দেখেন অনেক ডার্ক। ঐখানে থেকে আলো বেশি রিফ্লেক্ট হয় নাই। তাই ভুতের মুখের ভুতের মুখের অংস টাকেও কালো মনে হয়। যেটাকে দেখলে মনে হয় ভুতের মুখ।

২। ব্যাক গ্রাউন্ড সাদা। আলোর রিফ্লেক্ট বেশি। ওই অংশ তাকে ভুতে ফেইস মনে হয়। ৩. ভুতের চোখ।

দেখে এইখানেও কালো। মাঝে ছোট একটা সাদা বিন্দু। কালোর মাঝে সাদা বিন্দু। ভুতের মুখের ছবি তে দেখেন মনে ভুতের চোখের মাঝে মণি। ৪. সেইম ব্যাপার।

তাই যে সকল ভাই এই ভুত দেইক্ষা ভয় পাইছেন তাদের বলি কচু গাছে ফাসি নেন। কারন আসল ভুত সামনে আইলে পি করে দিবেন। তখন তো মান সম্মান ইজ্জত সব হারাবেন। বাইচা থাইকাও মইরা জাইবেন আমি পুরাই জিনিয়াস IS BHOOT FM HAUNTED? কেও যদি আরও ভালো মত বুঝতে চান তয় ভিডিও ইউটিউব থেকে নামাই নিয়ে গম প্লেয়ারে চালিয়ে ব্রাস্ট ক্যপাচার করে আস্তে আস্তে করে ইমেজ গুলা কে চেক করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।