আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৩

৬ ডিসেম্বর, ২০১২: # গতকাল খেলার মধ্যবিরতিতে কথাগুলো হচ্ছিলো। কার সাথে, কোথায় কথা হচ্ছিলো, তা প্রকাশ করা যাচ্ছে না সঙ্গত কারণে। এমন একটা জায়গায় পড়ি, এমন প্রফেশনে আছি, সে অবস্থায় থেকে নাম বলাটা যৌক্তিক না। তবে কথাগুলো মোটামুটি এরকম। স্মৃতিশক্তি খারাপ হলেও দু'-একটা শব্দের বেশি এদিক-ওদিক হওয়ার কথা না।

একজন: ভাই, কালকেও নাকি হরতাল ডাকছে। আমি: তাই নাকি? জানিনা তো। খেলার দিন আমার নিউজ-টিউজ ঘাটা হয়না তেমন। কই জানলা? ক্যান দিছে? একজন: ওই যে একটারে মাইরা ফ্যালাইছে, সেই কারণে সম্ভবত:। আমি: ক্যান, জনগনের উপর শিবির প্রতিশোধ নিবো নাকি? পরে কোন জায়গায় কোন আমেরিকানের গায়ে ইট-পাটকেল লাগবো তখন আবার আমেরিকার পা ধরতে ধরতে বাঁচবো না।

একজন: তবে ভাই যুদ্ধাপরাধী নিয়ে বেশি করতেছে। পদ্মা সেতু বানাইতে পারে না, জিনিসপত্রের দাম এত, তেল-বিদ্যুৎ এর দাম ইচ্ছে মত বাড়াইয়া লুটতেছে আর মাথা ব্যথা সব যুদ্ধাপরাধী নিয়ে। আমি: এ তো হতেই হবে। ক্যান, তুমি তোমার পূর্বপুরুষ হত্যার বিচার চাও না? একজন: তা চাবো না ক্যান? তবে যাগো ধরতেছে তাদের বয়স কম। যারা আসলেই করছে তাদের প্রায় সবারই তো মরে যাওয়ার কথা।

আসলে লীগ জামায়াত কে দূর্বল করতে চাচ্ছে। তাই শীর্ষ নেতাগে মেরে ফেলার প্লান করছে। তবে গৃহ যুদ্ধ বেধে যাবে। আমি: কী করে জানো গৃহযুদ্ধ বেধে যাবে? কিছু বিক্ষোভ হবে নিশ্চিত তবে র্যাব আর সেনাবাহিনী নামায় দিলে খেল খতম। জানের মায়া আছে না? একজন: ভাই, আমি শুনছি জামায়াতের ১০০০০ মানুষ বিনা শর্তে জীবন দিতে প্রস্তুত।

আর ওদের কাছে অস্ত্রও আছে। দেশের কী অবস্থা হবে বুঝতে পারতেছেন? আমি: তুমি কার কাছ থেকে জানলা ১০০০০ মানুষ জীবন দিতে প্রস্তুত? একজন: না, শুনছি আর কী। আমি: কার কাছ থেকে শুনলা? একজন: সবাই বলে আর কী। আমি: কে বলে? একজন: মাইনষেই বলে। বাদ দেন, খেলা শুরু হইছে।

# ঈশপের খরগোশ-কচ্ছপ গল্প, সাত সাগরের মাঝি টাইপ কবিতার বদলে সত্য এবং বাস্তবমুখী জাফর ইকবাল স্যারের 'সাদাসিধে কথা' গুলো পাঠ্য বইয়ে অন্তর্ভূক্ত করার সময় এসেছে। এই কলামটি সকলের অবশ্য পাঠ্য। জাফর ইকবাল স্যারকে আরেকবার স্যালুট। Click This Link ৭ ডিসেম্বর, ২০১২: # ১। ৫ তারিখের ম্যাচে শিশির ছিলো, তারপরেও যথেষ্ট টার্ণ করেছে বল।

টেষ্ট সিরিজের সময় এই উইকেট কি পিচ কিউরেটর লুকিয়ে রেখেছিলো?! আজও একই পিচ প্রত্যাশী। ২। আমার ভয় কেইরান পাওয়েলকে। খুলনার ও ছিলো না। দুই ম্যাচেই দু'পাশ থেকে উইকেট পড়েছে।

রান যাই করুক ও একপাশ আগলে রাখে, আর সেটাই ঢাকায় গড়ে দিয়েছে ব্যাবধান। স্পিনে স্টেপ আউটে ওর পায়ের কাজটাও দারুণ, বাংলাদেশিরা যেটা করেই না। ৩। আজ এবং আগামীকাল পরপর দুই ওয়ানডে। শেষ কবে পরপর কোনো দলকে দুই ম্যাচ খেলতে দেখেছি মনে পড়ে না।

ওয়েস্ট ইন্ডিজের জাইগ্যান্টিক দের জন্য তেমন কষ্টের না হলেও মমিনুল-মুশফিক-বিজয়দের জন্য ম্যাচের পরের দিনই আরেকটা ম্যাচ খেলা হ্যাপার কাজ। বিসিবির উপর রাগ উঠতেছে। ৪। রিয়াদ সর্বকালের সেরা স্লিপ ফিল্ডার না। ওর রিফ্লেক্স অনেক কম।

ওকে স্লিপে দেখলে ভয়ই লাগে! ৫। ইলিয়াস সানি এসেছে দলে। গতদিনের মত পিচ হলে ১ পেসার নিয়ে খেলাও সমর্থন করি। সেক্ষেত্রে স্কোয়াডে থাকা জহিরুলকে নাঈমের জায়গায় একটা চান্স দেওয়া যেতে পারে। ৬।

মুশফিক টানা তিনটা টস হেরেছে। আজও হারলে যারা শিশিরের ভয় করছেন, তাদের বলি, 'বিজয়ে পেতেছি শয্যা, শিশিরে কিসের ভয়?' # রাজ্জাকের আর্মারের ফ্যান হয়ে গেছি। আমার দেখা সেরা আর্মার ছিলো রফিকের গুলো। না আর না। এগুলো অবিশ্বাস্য।

রাজ্জাকের আর্মার গুলোই আমার দেখা সেরা আর্মার। # ১। ২১১ রান? অতিরিক্ত রান হিসেব করলে এই সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানদের ঠিকমত সেঞ্চুরী করার উপায় রাখতেছে না ওয়েস্ট ইন্ডিজ। এমনকি এনামুল হক মনি এবং রানমোরে মার্টিনেজের দয়া দাক্ষিণ্যের পরেও। সানি-নাঈম-গাজীর ক্যাচ মিস মহড়ার পরেও।

যারপর নাই হতাশ! ২। ভাবতেছেন সহজ? আরে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ইন্ডিয়া না। ১০ উইকেট নিতে পরিশ্রম করা লেগেছে। ৩। এত খুশি লাগতেছে যে মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনও ভালো লাগছে।

৯৮% ময়েশ্চারকে মনে হচ্ছে পিচের ময়েশ্চার। ৪। ভাবছিলাম ৩৫ ওভারের মাঝে অল আউট করে ২০ ওভারে ম্যাচটা জিতে আগামীকালের ম্যাচের জন্য রেস্টটা নেওয়া যাবে। হলো না। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ওর্ডার কি উল্টো? আগে বোলার নামিয়ে পরে ব্যাটসম্যান নামায়? # ১।

ম্যাচের মাঝখানে কিছু স্ট্যাটাস দেখলাম, '৫৮ কর, আর লাগবে না', 'শ্লার ব্যাটিং', 'টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত', 'হাল ছেড়ে দিছি', 'বাংলাদেশ হেরে সিরিজটা জমায় দিছে', 'যে পরিমান ক্যাচ ফ্যালাইছে তাতে নৈতিকভাবে জেতা উচিত না' এই টাইপের। টিভিতে কিছু দর্শককে দেখালো ৫/৭ ওভারের দিকেই মাঠ ত্যাগ করতেছে। ভালো লাগেনি। সত্যিই এগুলো দেখতে ভালো লাগে না। চাইলেই বাজে কথা, স্যাটায়ার লেখাই যায়।

ফান করা যায়। বাজে আচরণ করা যায়। মাঠের দর্শকের কথা জানি না তবে আমার একাউন্টের এই নির্দিষ্ট বন্ধু তালিকার সবাইকে পরিনতই ভাবতাম! ২। আম্পায়ার মনি সাহেব, বাংলালিংকের বিজ্ঞাপনের মত 'কাইন্ঠা' হতে বলিনি। আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন, তাও বলিনি।

চাই শুধু নিরপেক্ষ সিদ্ধান্ত। এ দাবীটা তো নৈতিক, নাকি? আপনার সৌভাগ্য ভারতে জন্মাননি, জন্মেছেন কুমিল্লায়। তা না হলে আজ আপনার বাড়ি ঘরে ঢিল পড়তো, আগুন জ্বলতো। আর কুশপুত্তলিকার সাথে আপনার মৃত্যুর ফতোয়াও জারি হয়ে যেত। ৩।

Decision Review System সিস্টেম খুব জরুরি। বাংলাদেশের সব ম্যাচে DRS সিস্টেম চাওয়াটা এখন জাতীয় দাবী হোক। অনৈতিক ভাবে আর হারতে চাই না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.