আমাদের কথা খুঁজে নিন

   

"আফসোস!.... এই দেশে জন্মেছি"

ভাই আমি হিন্দু, আমি কোন দলের সাথে জড়িত না!! আমারে ছাইড়া দেন...........এসব আকুতি কাকুতির পর ও ছাড় না পেয়ে শেষে দৌড়ে গিয়ে সাংবাদিকদের কাছে উঠে! কিন্তু সাংবাদিকরা যে ওর ফটো সেশনে ব্যস্ত! কিভাবে ওর কাকুতির তখা বুঝবে! কিভাবেই বা ওকে রক্ষা করবে! শেষমেস নিজেই রিকশায় উঠে নিজের দোকানে যায়, পানি খায় তারপরও কেউ তাকে ভয়ে ধরতে যায়নি! সে নিজেই রিকশায় চড়ে ডাক্তার এর কাছে যেতে গিয়ে ঘুরে পড়ে! তারপর মানুষের ঘুম ভাঙ্গে! তড়িঘড়ি করে তাকে ধরে নেয়া হয় হাসপাতালে। কিন্তু হায়! ডাক্তাররা ও যে ব্যস্ত! এই হতভাগার সেবা করার জন্য কোন ডাক্তার এ পাওয়া গেলো না!! এতো অবহেলা সহ্য করতে না পেরে সবার উপর বড্ড অভিমান নিয়ে তাই চলে যায় শান্তির দেশে। এ ছিলো বিশ্বজিৎ এর নিহত হওয়ার খন্ড চিত্রের বর্ণনা। আমাদের রাজনীতিবীদরা ওর মৃত্যুকে ইস্যু বানাতে ব্যস্ত হয়ে গেলোও তাদের সময় হয়নি একবার গিয়ে এই নিরীহ পথচারীর মৃতদেহটি দেখার! অথবা তার শোকাক্রান্ত পরিবারকে সান্তনা দেয়ার! অথচ, তাদের আহত নেতা কর্মীকে দেখতে ভীড় জমে যায় হাসপাতাল গুলোয়!!! আফসোস!.... এই দেশে জন্মেছি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।