আমাদের কথা খুঁজে নিন

   

আফসোস

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ।সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়।অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা।আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত।মস্তিস্ক চর্চায় আমার নেশা। প্রতিটি দিন এক নব উদ্দামে জেগে উঠি।যত বেলা বাড়তে থাকে আমার অভ্যাস আর আলোস্যের শিকড় গুল ততই আকড়ে ধরতে থাকে।কোন এক যান্ত্রিক কৌশলে সেই উদ্দামতা আমি বেমালুম ভুলে যায়।প্রহর ফুরোতেয় শিকড় এর সাথে যুদ্ধে বিদ্ধস্ত আমি হয়ে যায় ভিষণ ক্লান্ত!আফসোস করতে থাকা এই আমি আরেকটি নতুন দিনের অপেক্ষায় থেকে যায়……….. (তারপরও বলব প্রকৃত যোদ্ধা কখনও হার মানতে জানে না।শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে সে যাবেই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।