আমাদের কথা খুঁজে নিন

   

লোভী বানর বা সরকার, এবং বোকা বিড়ালের দল তথা আমরা ম্যাঙ্গো পিপলেরা। একটি কমপ্লিটিং স্টোরি।

নিতান্তই একজন জুনিয়র ব্লগার। নবম, দশম শ্রেণীর Engilsih 2nd Paper বইয়ের কমপ্লিটিং স্টোরিতে "The Cats and the Monkey"(অন্য নামেও থাকতে পারে) নামক একটি গল্প আছে, বোধহয় গল্পটি সবার জানা, বেশীরভাগ বছরে এসএসসি পরীক্ষাতে ইম্পরট্যান্ট লিস্টে গল্পটি থাকে...। । গল্পটি সংক্ষেপেঃ- একদা ২টি বিড়াল একটি পিঠার ভাগ নিয়ে সঠিক সমঝোতায় যেতে পারছিল না, সেই মুহূর্তে এক লোভী-চতুর বানর সেখান দিয়ে যাচ্ছিল...। ।

বানর বিড়ালদের সব কথা শুনে পিঠাটি তাদের মাঝে সমান ভাবে ভাগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে পিঠাটি বানরকে দিতে বলল...। । বোকা বিড়ালগুলো প্রস্তাবে রাজি হয়ে সরল মনে পিঠাটি লোভী বানরের কাছে দিয়ে দিলো। লোভী বানর এরপর পিঠাটি ভেঙ্গে ২ ভাগ করলো কিন্তু ইচ্ছে করেই একটা পিঠা অন্য পিঠা থেকে একটু বড় রেখে দিলো। স্বাভাবিকতই বিড়ালদের মাঝে আবার দ্বন্দ্ব হওয়ায় তারা আবার বানরের কাছে গেল, বানরটি এবার পিঠার বড় অংশে এমন করে কামড় দিল এইবার পিঠার অন্য অংশ থেকে বড় অংশটি ছোট হয়ে গেল...।

। এমন করতে করতে চতুর বানরটি একসময় পুরো পিঠাটি নিজেই খেয়ে ফেললো...। অতঃপর বোকা বিড়ালগুলো নিজেদের ভুল বুঝতে পারলো এবং নিজেদের মাঝে দন্দের জন্য অনুতপ্ত হয়ে মাথা নাড়তে নাড়তে চলে গেল...। । ---------------------------------------------------------- উপরের গল্প আর আমাদের দেশের বর্তমান অবস্থার মাঝে কোনো তফাৎ নাই, উপরের গল্পে আমরা বিভিন্ন ধর্মের,মতের মানুষরা হচ্ছি, "বিড়াল"...।

। পিঠাটা হচ্ছে, আমাদের দেশ "বাংলাদেশ"...। আর আমরা প্রতি ৫ বছর পর পর নির্বাচিত করে যাদেরকে ক্ষমতার ওই আসনে বসাই, তারা হচ্ছে ওই "লোভী-চতুর বানর"...। । পরিশেষে বলি, এখনো সময় আছে আমাদের নিজেদের মধ্যকার ভুল শুধরে ঘুরে দাঁড়াবার...।

। অন্য কোন ব্যাপারে না হোক অন্তত দেশের স্বার্থে সবার এক হবার...। । যদি দেশের স্বার্থে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যদি আমরা সবাই এক না হতে পারি, তবে দেখা যাবে ক্ষমতায় বসা ওই লোভী বানরের মতো রাজনীতিবিদরা আমাদের দেশ নামক পিঠাটাকে একটু একটু করে খেতে খেতে একটা সময় পুরটাই খেয়ে ফেলবে, কিন্তু সেদিন আর আমাদের কিছুই করার থাকবে না, আমরা ওই বোকা বিড়ালদের মতো নিজেদের মাঝে দন্দের জন্য অনুতপ্ত হয়ে মাথা নাড়তে নাড়তে বাড়ি ফিরে যাবো...। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.