আমাদের কথা খুঁজে নিন

   

হাফ ওয়াটার, ফুল ওয়াটার না পানি শূন্য গ্লাস !!

সময় কাটাছে না আর ব্লগ ও অনেক উত্তপ্ত তাই অনেক দিন পর মনে হল কিছু একটা লিখি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যারা ছাগু বিশ্বাসী তারা ভাদা ফাদা দের বিপ দিতে দিতে মায়রে বাপ করতেছে আর যারা ভাদা ফাদায় বিশ্বাসী তারা ছাগু ফাগু দের বিপ দিতে দিতে মায়রে বাপ করে দিচ্ছে। এটা হচ্ছে প্রপাগ গণ্ডা চালানোর মোক্ষম সময় তাই যে যেভাবে পারছে সে সেভাবে প্রপাগন্ডা চালাচ্ছে কেউ বা সূত্র দিচ্ছে কেউ বা যুক্তি কেউ বা প্রমান। আর এভাবেই আমরা ধিরে ধিরে ভাগ হয়ে যাচ্ছি এই তো সময় একটা জাতিকে এবং জাতিয় মতবাদকে টুকরো টুকরো করে ভাগ করার।

কেউ দেখছে হাফ ওয়াটার গ্লাস পানি কেউ দেখছে ফুল ওয়াটার পানি আর কেউ বা পানি শূন্য গ্লাস। আমাদের দেশে রাজনীতি, রাজনীতিবিদ সব মিলে হাফ ওয়াটার আর শূন্য গ্লাস পানি মনে হয় আমরা বেশি দেখছি এবং তার ধরন বরন ও সবার জানা। তাই আসুন তো কিছুক্ষণ এর জন্যে হলে ও একটু ইনক্যরেজেবল প্যাসিমিস্ট বা প্যাসিমিস্ট না হয়ে একটু ইনক্যরেজেবল অপ্টিপিস্ট হয়ে দেখি মানে গ্লাস ভরতি পানি না, আধা গ্লাস পানি বা গ্লাস খালি না শুধু এইটা মনে করি যে গ্লাসে পানি আছে। কি পারি না আসুন না দেখি এই তিন রাজনৈতিক দলের তুক্কু এরশাদ কাকু বাদ পরে গেছে সরি । এই ৪ রাজনৈতিক দলের ভাল জিনিস গুলো বাহির করি আর তাদের শোধরানোর পথ কি এই নিয়ে আলোচনা করি।

কি করবেন ?? আসুন না এই ৪ রাজনৈতিক দলের কি ভাল জিনিস আছে যেগুলো ঠিক মত ব্যাবহার করলে আমাদের দেশের এবং দেশের মানুষের উন্নতি হয়, আমরা একটা সুস্ত সমাজ, সুস্ত দেশ এবং সুস্ত প্রজন্ম্য গড়ে তুলতে পারি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।