আমাদের কথা খুঁজে নিন

   

মেইল ও স্কাইপ হ্যাক করা ভীষন অন্যায়। বিচারপতির চেয়ারে বসে প্রতারণা ও একই কাজ..কিন্তু!!

অফিসে বসের সাথে ম্যানেজারের ভারী দহরম-মহরম, কী এক বিষয় নিয়ে একদিন লেগে গেল দু'জনের। এক অপরের পেছনে লাগা আর কি! কে কখন কি করেছে গোপন সব তথ্য সব ফাস করে দিল একে অপরের। মাঝখানে বেজায় লাভ অন্যান্য কর্মচারীদের। মুখোশ খুলে যাওয়ায় সবাই তাদের আসল রুপ জানতে পারলো। যারা চেহারা এবং কথাবার্তায় এত সুন্দর কিন্তু অন্তরালে যে তারা একজন নোংরা নর্দমার কীট তা জানতে পেরে লাভ হলো সবার।

সম্প্রতি জনৈক বিচারপতির গোপন সংলাপ হ্যাক করেছে বৃটিশ বিখ্যাত সাময়িকি ইকনমিস্ট। ভারী অন্যায় কাজ, মারাত্মক গর্হিত কর্ম। সে কাজ করে তারা নাকি ফোনে বিচারপতি কে আবার সেটা জানিয়েছে ও, জানিনা এর পেছনে কি ছিল, প্রফেশনালিজম না কি কোন অফার বা লেনদেন। বিচারপতিই আবার সেটা প্রকাশ করলেন প্রকাশ্য আদালতে, হুমকি ধমকি নিশেধাজ্ঞা দিলেন। মাঝখানে দেশের একটি পত্রিকা বিশাল একটা উপকার করে বসলো।

তারা ছাপিয়ে দিল বিশদ আলাপচারিতা। যারা আড়িপেতে কথা শুনলো তারা করেছে জঘন্য অন্যায় আর যিনি স্কাইপে আজে বাজে আলাপ করে পুরো বিচার ব্যবস্থা এবং বিচার প্রক্রিয়া কে ধুলায় মিশিয়ে দিলেন, তিনি নিজেও শেষ হলেন, শেষ করে দিলেন দীর্ঘদিনের প্রত্যাশিত বিচার কেও। উভয়েই জঘন্য অপরাধী। অবশ্য মাঝখানে লাভ হলো আমাদের, সাধারণ জনগণের। আমরা জানতে পারলাম, কে কত বড় শয়তান!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.