আমাদের কথা খুঁজে নিন

   

জি-মেইল থেকে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনুন

"যত সমস্যা, তত সমাধান"

গুগল প্রতিনিয়তই জি-মেইলে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করার কাজ করে যাচ্ছে। সেইসঙ্গে জি-মেইলে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ ধরনের সুবিধাগুলো ডিফল্টভাবে অন্তর্ভুক্ত করা না হলেও গুগল ল্যাবসের মাধ্যমে এগুলো ব্যবহার করা যায়। এর একটি হলো আনডু সেন্ড। যেকোনো ই-মেইল থেকে সেন্ড বাটন চাপার সঙ্গে সঙ্গেই ই-মেইলটি পাঠানো হয়ে যায়।

তবে দ্রুত কাজ করার সময় ভুল করে কাজ শেষ করার আগেই যদি ই-মেইল পাঠিয়ে দেন সে ক্ষেত্রে ই-মেইলে গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। আর খুব সাধারণ একটি ভুল প্রায় সময় অনেকেই করে থাকেন, সেটি হলো সংযুক্ত ফাইল হিসেবে ফাইল যুক্ত করার কথা থাকলেও সেটি যুক্ত না করেই পাঠিয়ে দেওয়া। ইচ্ছাকৃতভাবেই হোক আর অসাবধানতাবশতই হোক একবার পাঠানো হয়ে গেলে সেটি আর ফিরিয়ে আনা যায় না। ফলে ভুল সংশোধন করার কোনো সুযোগ পাওয়া যায় না। জি-মেইল ল্যাবস ব্যবহার করে এই সমস্যার সমাধান পাওয়া যাবে।

http://mail.google.com/ mail/#settings/labs ঠিকানা থেকে জি-মেইলের ল্যাবস অপশনগুলো ব্যবহার করা যাবে। undo send নামের ল্যাবসটি চালু করলে পাঠিয়ে দেওয়া ই-মেইলগুলো আবার ফিরিয়ে আনা যাবে। এই অপশনটি চালু করার পর থেকে কোনো ই-মেইল পাঠানো হলে জি-মেইল ইনবক্সের ওপরের অংশে একটি বার্তা দেখানো হবে যে ই-মেইলটি পাঠানো হয়েছে আপনি সেটি ফিরিয়ে আনতে চান কি না। সেখানে undo নামের লিংকটি ক্লিক করলে ই-মেইলটি আবার এডিটরে দেখা যাবে। তবে ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে একটি নির্দিষ্ট সময়ের ভেতর।

এই অপশনটি যখন প্রথম চালু করা হয় তখন সময়টি নির্ধারিত ছিল ৫ সেকেন্ড। এখন এই সময়টি পরিবর্তন করে ১০, ২০, ৩০ সেকেন্ড থেকে যেকোনোটি নির্বাচন করা যাবে। ধরা যাক যদি ৩০ সেকেন্ড নির্ধারণ করা হয়, তবে কোনো ই-মেইল পাঠানোর পরবর্তী ৩০ সেকেন্ডের ভেতর ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।