আমাদের কথা খুঁজে নিন

   

আমি কথা রাখব !!!

গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই... আমরা তুলনামূলক ভাবে জাতি এবং মানুষ হিসেবে একটু বেশি অস্থির। কাল প্রায় সারারাত পর্যন্ত বাংলাদেশের জয় নিয়ে সব শ্রেণী পেশার সব ধরণের মানুষ এক হয়ে এক সাথে গলা মিলিয়ে আনন্দে ভেসে গিয়ে একটা কথাই বলেছে ''বাংলাদেশ''। তখন ভাবছিলদেখেকোন উপন রাস্তায় হাজার হাজার মানুষের ঢল। আনন্দের বন্যা । সবার মুখে হাসি আর স্লোগান ।

রাতের চিত্র দিন হতেই এভাবে পাল্টে যাবে ? পাল্টে যাবে মানুষ ? তখন ভাবছিলাম আর এখনও ভাবছি। দেখে বোঝার কোন উপায় ছিলনা, যে রাত পোহালেই আবার সবাই সব কিছুতে লক্ষ কোটি খণ্ডে বিভক্ত হয়ে যাবে। একজন বাঙালী লাঠি নিয়ে বেরুবে, মাথা ফাটাবে আরেক বাঙালির। একজন বাঙালী পুলিশ কে মারতে হবে আরেক ভাইকে। একজন বাঙালী দেয়াশলাই নিয়ে বের হবে সিগারেট খাওয়ার জন্য নয় কোন একটা গাড়ীতে আগুন দিতে।

সেখানে একজন বাঙালী মরবে,একজন বাঙালী বিধবা হবে,একটা বাঙালী শিশু কাঁদবে । একটা পুরো বাঙালী পরিবার পানিতে ভাসবে দুখের। এভাবেই কি এগিয়ে যাচ্ছি আমরা ? এটা কি এগুনো নাকি অন্ধকোন কূপের দিকে পিছিয়ে যাওয়া প্রতি মুহূর্তে ? জানি অধিকার আদায় দাবি আদায়ের আন্দোলন ছিল থাকবে। কিন্তু জাতি হিসেবে যারা নিজের দেশকে এতোটা ভালোবাসে তাঁরা তো কোন স্বার্থের জন্যই অন্তত নিজের মানুষদের উপর কোন অন্যায় করবেনা । একই দেশের একই প্রাণের মানুষ হয়ে আমরা কেন সহিংস হয়ে উঠছি একে অপরের প্রতি...???!!!! কি করে পারছি আমরা...? ভাবলে গা শিউরে উঠে, বিশ্বাস করতে ইচ্ছে করেনা...!!! কারণ যা হচ্ছে যা করছি, তা আমরাই করছি।

তা একজন বাঙালী করছে এদেশের একজন নাগরিক করছে। দোষ আমাদের। দোষ কখনো অন্যকে দেয়া যায়না। সব দায় এড়ানো যায়না। আমার তো একজন মানুষ হিসেবে তাই মনে হয়...আমরা কি পারিনা হৃদয়ের গভীরে দেশের জন্য এটুকু স্রদ্ধা আর বিশ্বাস বাঁচিয়ে রেখে নিজের কাছে এই দেশের কাছে অন্তত এইটুকু প্রতিজ্ঞা করতে...??? ''আমি এই দেশটাকে ভালোবাসি, ভালোবাসি এর মানুষকে।

কোন উপকার করতে না পারি আমি যেন অন্তত এই দেশ এই জাতি এইযে আমার মানুষ, আমি যেন এদের কোন ক্ষতি না করি। জেনে শুনে, বুঝে না বুঝে কোন ভাবেই যেন কাউকে আঘাত না করি আমি। যদি নিজের দেশ আর জাতির জন্য নিজের মানুষের জন্য এটুকু করতে না পারি আমি। নিজেকে এতোটুকু সংযত করতে না পারি, তাহলে আমি এই দেশ এবং জাতির জন্য ক্ষতিকর, ক্ষতিকর কোন বিষাক্ত প্রাণী হতে চাইনা...এমন কিছু করে বেঁচে থাকতে হলে আমি প্রয়োজনে মৃত্যুকে জড়িয়ে ধরব...এটা আমার নিজের কাছে দেয়া আমার কথা... আর আমি কথা রাখব''... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।