আমাদের কথা খুঁজে নিন

   

আকসুর তদন্তের অপেক্ষায় বিসিবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “গতকাল (রোববার) আকসুর কর্মকর্তাদের সঙ্গে বোর্ড সভাপতির কথা হয়েছে। আজকেই (সোমবার) তারা দুবাই ফিরে গেছেন। ” “আকসুর তদন্ত নিয়ে বিসিবি সভাপতি সবার আগে কথা বলবেন। তদন্তের অগ্রগতি সম্পর্কেও তিনি জানাবেন। সেজন্য আরো অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে।

” এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে বক্তব্য রাখবেন। সেটা পরের কথা। আপাতত আকসুর প্রতিবেদন নিয়ে ক্রিকেটাঙ্গনে নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা। প্রতিবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। বিসিবির একটি সূত্র থেকেও জানা গেছে, তদন্ত প্রতিবেদন এখনো সম্পূর্ণ হয়নি।

গত শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান আকসুর কর্মকর্তারা। বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের জন্য গত আড়াই মাসে এটা তাদের চতুর্থ বাংলাদেশ সফর। আগের সফরে কয়েক জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার কোনো ক্রিকেটারকেই ডাকেননি আকসুর কর্মকর্তারা। তবে রোববার বিপিএলে দুই আসরেরই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীর ছেলে এবং দলটি ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।