আমাদের কথা খুঁজে নিন

   

ইশ আমাদের মিডিয়া গুলো ভারতীয় মিডিয়া হত।

আমি বিশেষজ্ঞ নই বিশেষ-অজ্ঞ গত কালকে একটা খবরের কাগজে দেখলাম প্রিয়াংকাকে নিয়ে লিখেছে। সে নাকি এশিয়ার সেরা আবেদনময়ীর খেতাব পেয়েছে। ভাল কথা। সেই কলামেই লিখেছে যে তালিকায় আরো আছে সম্প্রতি মাতৃত্বের গৌরবে গর্বিত ঐশ্বরিয়া রাই । এই কথাটায় মনেহয় তেল বেশী পরে গেছে।

আমরা এমনিতেই বড় বেশী ভারতীয় মিডিয়া নির্ভর হয়ে পড়েছি। আজ আমদের ঘরে ঘরে স্টার জলসা স্টার প্লাস না থাকলে চলেই না। কিছুদিন আগে সম্ভবত ম্যাংগো পিপোল ভাইয়ের একটা লেখা পড়েছিলাম তিনি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলন বাস্তব জীবনে স্টার জলসার মত চ্যানেলের প্রভাব। এই চ্যানেল গুলো আমাদের সংস্কৃতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা শুধু এইগুলো দেখেই খান্ত নই বরং বাস্তব জীবনে প্রয়োগও করছি যার ফলে দেখা দিচ্ছে পারিবারিক অশান্তি।

আমার মনেহয় স্টার জলসার মত চ্যানেল গুলো পারিবারিক অশান্তি বৃদ্ধি করা ছাড়া আর কিছু দিতে পারে না। আজ সেই চ্যানেল গুলার কুপ্রভাব আমাদের দেশীয় নাটক চলচিত্রেও প্রভাব ফেলছে। আচ্ছা স্টার জলসার সিরিয়াল গুলো কি আমাদের দেশীয় নাটক থেকে বেশী মানসম্মত? মাঝে মাঝে ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আমাদের খবরের কাগজ গুলোর বাড়াবাড়ি দেখলে অবাক লাগে। টিভি চ্যানেল খবরের কাগজ ছাড়াও আমাদের মন মানষিকতারও একটা ব্যাপার আছে। আজ আমরা আধুনিক বলতে বুঝি যারা হিন্দি হলিঊড তামিল ছবি দেখা আর বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলা।

অনেক মেয়েদের কাছে মনেহয় হিন্দি ভাষা বাংলার থেকে জনপ্রিয়। মেয়ে ছেলে কথা নয় দেশটা সবার । ছোট ছোট ছেলে মেয়ে গুলো আজ বড় হচ্ছে বাইরের সাংস্কৃতিক আবহে তারা দেশীয় সংস্কৃতির ছোয়া পাচ্ছে না। এর জন্য কারা দায়ী ?? অবশ্যই আমরা। অন্যদেশী নাটক সিনেমা দেখা যাবে না এমন ত আর নয় অন্য দেশি সংস্কৃতি দেখে শিখতে হবে তারা কিভাবে নিজেদের সংস্কৃতি ধরে রেখেছে অন্ধের মত অনুসরণ করা যাবে না।

আমাদের খেয়াল রাখতে হবে যাতে অন্যদেশীয় সংস্কৃতি আমাদের নিজেদের সংস্কৃতি থেকে বড় না হয়ে উঠে। আমি নিজেও ভারতীয় বাংলা হলিউডের সিনেমা দেখি । কিন্তু বাংলাদেশি নাটক সিনেমা দেখে যে মজা পাই তা অন্য অন্য কোনটা থেকেই পাই না। আজ আমাদের সিনেমা শিল্প সংকটের মুখে । আর আমরা যদি মুখ ফিরিয়ে থাকি তাহলে অবস্থার উত্তরণ ঘটবে কিভাবে?? আমরা অন্য দেশি নায়ক নায়িকাদের নিয়ে কত গর্ব করে কথা বলি আর আমাদের নায়ক নায়িকার ত্রুটিগুলো অনেক বেশীমাত্রায় তামাশা করি।

যারা বেশী বেশী ভারতীয় বাংলা সিনেমা দেখেন তাদের নিশ্চয়ই মনে আছে মিঠুন চক্রবর্তীর আমি সুভাষ বলছি সিনেমার কথা তারা কিন্তু দেখিয়েছে কিভাবে নিজেদের সংস্কৃতি এবং জাতীয় অস্তিত্ব ধরে রাখতে হবে। আমরা এই জিনিস গুলো অনুসরণ না করে করব স্টার জলসার কাহিনী পোশাক আশাক, হিন্দি ভাষা তাদের চালচলন। আগে ত নিজের দেশ নিজের সংস্কৃতি তার পরে অন্যকিছু। আমরা বোধহয় এমনটাই ভাবি "ইশ আমাদের মিডিয়া যদি ভারতীয় মিডিয়া হত"?? এই ভাবনার অবসান ঘটাতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।