আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সিরিজ জয় (ছোট্ট কয়েকটা পয়েন্ট)

১। সাকিববিহীন সিরিজে দলের অন্য সবাইকে অভিনন্দন, নিজেরা দায়িত্ব নিয়ে খেলার জন্যে! বিশেষ করে অধিনায়ক, সহ-অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়াটা আসলেই একটা বড় দলের পরিচায়ক! মাহমুদুল্লাহ সবসময়েই ভালো খেলে, কিন্তু প্রচার পায় কম! এবার প্রচার পেয়েছে এজন্যে ভালো লাগছে! ২। আমার ধারণা এনামুল হক মণি এমনিতে খারাপ আম্পায়ার না! তবে বিপক্ষ দলের বিরূদ্ধে ভুল সিদ্ধান্ত না দিলেও বাংলাদেশের বিপক্ষে সে একটু বেশি ভুল সিদ্ধান্ত দেয়, কারণ আইসিসির চোখে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে পরিচিতি পায় যেন বড় দলের ম্যাচগুলোয় আম্পায়ারিং করতে পারে! ধইরা পিটানো উচিত! (এটা রাগের কথা)! ৩। সিরিজ থেকে প্রাপ্তি কয়েকজন খুব ভালো নতুন খেলোয়ার! বিশেষ করে সোহাগ গাজী! আমার ধারণা বাংলাদেশের পক্ষে সত্যিকারের প্রথম বিশ্বমানের অফ স্পিনার! সাকলাইন মুশতাক আসলেই ভালো কাজ করছেন বলে আমার ধারণা! ৪। শেষ নাটক মঞ্চায়নের জন্যে ইলিয়াস সালিকে ধন্যবাদ! ওর জন্যেই তো দুইবার জয়ের উল্লাস করলাম! ৫। শেষ কথা! খেলোয়ারদের attitude অসাধারণ ছিল! বিশেষ করে জেতার পরে! গ্যাংনাম স্টাইল! অনেক মজা পেয়েছি! ৬। খেলার বিভিন্ন ব্রেকে গ্যালারীতে সুন্দরী মুখ দেখতে ভালৈ লাগে। তবে ক্যামেরাম্যান ব্যাপারটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গিয়েছে! প্রতি এক-দুই বল পরপর রূপবতীর মুখ দেখা বিরক্তিকর ঠেকেছে! ৭। এইবার শেখ হাসিনা বলতে পারবে, খালেদা জিয়া এশিয়া কাপের ফাইনালে খেলা দেখতে গেসিলো, তাই বাংলাদেশ হারসিলো, আজকে যায় নাই, তাই বাংলাদেশ জিতসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.