আমাদের কথা খুঁজে নিন

   

কালকে সকাল থেকে এখন পর্যন্ত আমার খেলা নিয়ে চিন্তাধারা ও মধুর সমাপ্তি

........ ১। টস জিতলাম, অহন ধইরা ধইরা চেটকানির টাইম......চেটকাআআআআআ!!! ২। যতসব কাইরন, মাঠ থেইকা বাইরন!!! ৩। 136 অনেক সম্মানজনক, অন্তত আজকের তুলনায়......রিয়াদের এমন অকুতোভয় খেলা দেখে ভালো লাগল......সব চাওয়া তো আসলে পূরণ হয় না....কি আর করা.....গালাগাল দিতে ইচ্ছা করছে না...... ৪। মণিকে আর আম্পায়ার হিসেবে দেখতে চাই না...... ৫।

আজকে বাংলাদেশ ভালো খেলেছে এমন কথা বাংলাদেশের সবচেয়ে পাঁড় সমর্থকও দাবি করবেন না । ব্যাটিং্যের প্রথমদিকে কোথা থেকে যে কি হয়ে গেল তা আমরা কেউই ঠিক বুঝে উঠতে পারছিলাম না । ১৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়া আজকাল আমাদের দুঃস্বপ্নতেও আসে না, কিন্তু সেটাই হয়ে গেল আজ । অনেকেই তো ভাবছিলেন ৪০ এর মাঝেই অলাউট হয়ে যাই কিনা আমরা, তবে রিয়াদ মুশফিকের কারণে ১৩৬ পর্যন্ত পৌঁছাতে পারল বাংলাদেশ । বিশেষ করে রিয়াদ, একে দেখে অন্যদের শিখে নেয়া উচিত কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয় ।

মুশফিকের আউটটা দুর্ভাগ্যজনক, বেচারা মারতে এগোয়নি, ভারসাম্য হারিয়ে লাইনের বাইরে চলে গিয়ে স্টাম্পড হয়েছিল, এসমস্ত দুর্ঘটনা খেলায় হয়ই, কিন্তু আজপ্রথমেই স্বীকৃত ব্যাটসম্যানরা চলে যাওয়াতেই এই আউট আফসোস বাড়াচ্ছে এই জুটি ১৫০ পর্যন্ত গেলে অন্য রকম কিছু হতে পারত । অত্যন্ত বাজে আম্পায়ারিং হয়েছে এই ম্যাচে, বাংলাদেশের ২-৩টি আউটের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে অনেকে মনে করছেন । যাই হোক, তাতে তো আর শুরুর পাঁচজনের দোষ কাটা যাচ্ছে না । তবে এখনো সুযোগ আছে । ম্যাচ তো কালকেই আছে জানি ।

সিরিজের তুলনামূলক পারফরমেন্স বিচারে এখনো বাংলাদেশই এগিয়ে । আমরা জিতেছি ৮ উইকেটে, তারা জিতেছে ৪ উইকেটে(৩ নং ম্যাচ), আমরা জিতেছি ১৬০ রানে(২য় ম্যাচ), তারা আজকে জিতল ৭৫ রানে । তাই আমরা হতাশ না হই বরং! নিজেদের দুর্বলতা কাটিয়ে সিরিজ জিততে পারবে কি বাংলাদেশ??? সে প্রশ্ন কালকের জন্য তুলে রাখা ছাড়া উপায় নেই! ৬। আজকের খেলা ক্ষণে ক্ষণে রঙ পাল্টাইল, অনেকটা সময় টান টান সাস্পেন্স, অনেকটা সময় ট্রাজেডির আশঙ্কায়, সাহসিকতা পূর্ণ একশনের ছটা দেখার পর শেষ পর্যন্ত খেলা শেষ হইল অক্ষয় কুমারের কোন এক “ঘাটিয়া” কমেডি মুভি মার্কা!!! এক্কেরে পিউর এন্টারটেইনমেন্ট!!!(ভিলেনদের কথা থাকুক আজকে, মুখ খারাপের আজকে দরকার নাই!) উরে রে! কি নাচ! (মুশফিকরে খেয়াল করেন) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।