আমাদের কথা খুঁজে নিন

   

আর্থ কেয়ার ক্লাব: তারুন্যের জয়গান

পৃথিবী নামক রঙ্গমঞ্চে আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। যার অভিনয় যত ভালো হচ্ছে, সে তত সেরা হচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুকিঁ এবং করণীয় সম্পর্কে সচেতন করতে ২০১১ সালের ১৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইস্টার্ন ইউনিভার্সিটি আর্থ কেয়ার ক্লাব। প্রতিষ্ঠার শুরুতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সচেতনতা মূলক কাজ শুরু করলেও চলতি বছরে বিশ্ববিদ্যালয় বাহিরের এলাকার পরিবেশ রক্ষায় কাজ শুরু করে। সেই লক্ষে ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় ডাস্টবিন স্থাপন, লেক পরিষ্কার, বিশ্ব পরিবেশ দিবসে ঢাকা শহরের পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন, রাজধানী পাশ্ববর্তি নবাবগঞ্জের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় সংশ্লিস্ট এলাকায় বৃক্ষরোপন, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন এবং শিক্ষার্থী ও এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি আর্থ কেয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক (প্রধান সম্বনয়ক) ও দুইজন জৈষ্ঠ্য প্রভাষক (সহ সম্বনয়ক) এবং সদস্যদের (শিক্ষার্থীরা ফরম পূরনের মাধ্যমে সদস্য হয়) মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে সাতজন এক্সিকুউটিভ ডিরেক্টর নির্বাচন করে পরিচালনা করা হয়। উল্লেখ্য, ক্লাবটির দুই শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। কোন কাজের জন্য কোন প্রকার সন্মানী দেয়া হয় না। সবাই এখানে সেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।