আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্নমাত্রার ম্যাগাজিন “ঘাসফুল”

ঘাসফুল। এক জীবনে ম্যাগাজিন হয়তো কম পড়েন নাই। সেখানে এটা আরেকটা মাত্র ম্যাগাজিন। এরকম ভাবলে ভাবতে পারেন। তবে আমি বলবো অন্য কথা, এই ম্যাগাজিনে আপনি একটু হলেও ব্যতিক্রমতার ছোয়া পাবেন।

কবিতা, গল্প, জোকস, প্রযুক্তি, ব্লগার রিভিউ, সফলতার গল্পগাথা সবকিছুর মিশেলে দারুন এক টোটকা। যা আত্মস্থ করতে আপনার মোটেও কষ্ট হবে না। তৃপ্তির ঢেঁকুর তোলাটাই হয়তো বাকি থাকবে তখন। ঘাসফুল ডাউনলোড লিঙ্কঃ ঘাসফুল ম্যাগাজিন আপনি হয়তো তথ্যপ্রযুক্তি নির্ভর লেখা চাচ্ছেন, সমাধান ঘাসফুল। আপনি চাচ্ছেন সাহিত্যের নির্মল স্রোতে ভাসতে, এখানেও সমাধান ঘাসফুল।

হয়তো চাচ্ছেন অনুপ্রেরনাদায়ী দায়ী লেখা যা আপনার স্বপ্ন বাস্তবায়নে জোর ধাক্কা দিতে সক্ষম। সেখানেও সমাধান ঘাসফুল। আমরা আসলে একের ভেতর পরিমিত আকারে সবকিছুর উপস্থাপন করতে চেয়েছি, যেন সেটা হয় সবার ভালোলাগার এবং ভালোবাসার। ঘাসফুল ডাউনলোড লিঙ্কঃ ঘাসফুল ম্যাগাজিন মূলত সুডোব্লগ কে ভিত্তি ধরে এই ম্যাগাজিনের প্রতিষ্ঠা। অক্টোবরে প্রথম সংখ্যা প্রকাশের পর এটি দ্বিতীয় সংখ্যা।

প্রকাশিত হচ্ছে সুডোল্যাবের ব্যানারে। সম্পাদকমন্ডলীর বিচক্ষন দৃষ্টির আলোকে ব্লগ থেকে বাছাইকৃত সেরা গল্প, কবিতা,একজন ব্লগারের নিজস্ব কথন, কিছু প্রয়োজনীয় প্রযুক্তিবিষয়ক টিপস, থাকছে আপনার সাস্থ্যসচেতনার সময় উপযোগী প্রচেষ্টা, শিকড় থেকে শেখরে উঠার গল্প, সায়েন্স ফিকশন আকারে চমৎকার লেখনি এগুলোর সমন্বয়েই গড়ে উঠেছে একটা “ঘাসফুল”। সব পরিশ্রম আর স্বপ্নের ভেলায় মাটি ফুঁড়ে অঙ্কুরিত হচ্ছে এই “ঘাসফুল”। এবার শুধু আপনার ভালোলাগার আড়ালে পরিচর্যাটুকু বাকি। পাঠকের পাঠ্যতুষ্টির যাবতীয় রসদই ঘাসফুলে আছে বলে আমরা বিশ্বাস করি।

সে বিশ্বাসের পালে হাওয়া যোগাতে চাই আপনারও উপস্থিতি। তাই, আশা করি ঘাসফুলের জেগে উঠার স্বপ্নে আপনিও আমাদের সাথে থাকছেন। ঘাসফুল ডাউনলোড লিঙ্কঃ ঘাসফুল ম্যাগাজিন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।