আমাদের কথা খুঁজে নিন

   

হতাশা হারার কারণ যেনো না হয় বাংলাদেশ দলের

আজকের খেলার বর্তমান অবস্থা দেখে আমরা হতাশা হচ্ছি। কেউ কেউ বাজে বাজে মন্তব্য করে বসছি আমরা। কিন্তু তা কতোটুকু সঠিক তা কি আমরা ভেবে দেখেছি? হ্যা এ কথা সত্য বাংলাদেশ খারাপ খেলছে তাই আমরা মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ছি। কিন্তু তাই বলে ব্লগে অথবা ফেইসবুকে কেনো সেটা লিখতেই হবে। খুব তাড়াতাড়ি উইকেট পড়ার পরও কিন্তু অনেক টিম আবার সে সমস্যা কাটিয়ে উঠে।

আমরা বাংলাদেশের মানুষ। আর যারা বাংলাদেশের হয়ে খেলছে তারাও কিন্তু বাংলাদেশীই। সুতরাং একটা বিষয় কিন্তু পরিস্কার আমরা যেমন দর্শকরা এ সময়ে চরম হতাশার মধ্যে রয়েছি ঠিক তেমনই আমাদের দেশের প্লেয়াররাও একই অবস্থায় রয়েছে। আরে ভাই এটা কেনো বুঝতে চান না, আমাদের মধ্য থেকেইতো কেউ না কেউ বাংলাদেশ জাতীয় টিমে খেলে। এরা মানসিকভাবে আমাদের মতোইতো হবে।

তাই না? আমি বা আমরা যেদিন পরিবর্তন হবো ঠিক তখনই আমাদের মধ্য থেকে পরিবর্তনের ছোয়া নিয়েই মাঠে লড়বে আমাদের মধ্য থেকেই কেউ না কেউ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।