আমাদের কথা খুঁজে নিন

   

হতাশা

"মনের ভেতর মনের ছায়া রেখো আড়াল করে" আজকাল কারণে অকারণে অনেক বকা খাচ্ছি। আমার মনেহয় আমার চেহারায় কোনো একটা প্রবলেম আছে। বকাযোগ্য চেহারা আমার। বকা+উপদেশযোগ্য চেহারা! যে যেখান থেকে পারে আমাকে উপদেশ দেয়। যে যেখান থেকে পারে বকা দেয়! অথচ আমিও কিন্তু অনেক ছোট পোলাপানের সাথেও ঘুরি ফিরি।

অথচ তাদেরকে তো আমি বকা দিতে পারিনা! অন্যায় করলেও না! বুঝিয়ে বলি। বকা দেওয়ার পর মাথায় হাত বুলানো কথাও বলি যাতে বেশি খারাপ না লাগে। আর আমি উপদেশ তো দেই-ই না। এটা তো অনেক দূরের ব্যাপার! আমি সবসময়ই জটিল ব্যাপার স্যাপার এড়িয়ে চলি। অনেক সুখী মানুষ না হলেও, মোটামুটি সুখেই থাকি।

সুখেই থাকতে চাই। বেশি সুখে থাকতে চাই না অবশ্য। মনে বেশি সুখ আসলেই জ্বর আসে আমার কিছুদিন ধরে জেমসের গান খুব শুনছি। বেশ ভালো লাগছে। যদিও গানের লিরিক্স তেমন সুবিধার না কিন্তু জেমসের গলাটা একেবারেই অন্যরকম।

খেয়াল করলাম অনেকেরই জেমসের গাওয়া বাংলা গানে এলার্জি আছে! অথচ সে হিন্দি গান গাইলে তা শুনতে কারো খারাপ লাগে না! বেশ কিছুদিন ধরে আমি মানুষের বেশ কিছু অন্যায় আচরণ সয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আমি অতিষ্ট হয়ে যাবো। এজন্য পড়ালেখা করার চেষ্টা করছি। পড়ালেখা এমন একটা জিনিস যেটায় মানুষের মনে শান্তি নিয়ে আসে। কিন্তু পরীক্ষা খারাপ দিলে সব শান্তিই অশান্তিতে পরিণত হয়ে যায়! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।