আমাদের কথা খুঁজে নিন

   

"সামুর এক মুখে দুই কথা"-অনুগ্রহ করে এই নীতি পরিবর্তন করুন। সময় এসেছে পরিবর্তন করার।

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D মুক্ত ব্লগিং মানে যা খুশী তা লিখা নয়। মতপ্রকাশের স্বাধীনতার মানে হচ্ছে, অন্যের বিশ্বাসকে কে আঘাত করা নয় বরং মতপ্রকাশের স্বাধীনতার মানে হচ্ছে নিজেকে অন্যের কটূক্তির হাত থেকে রক্ষা করা। আজ সামুর কাছে আমার বিনত আবেদন, আপনারা মত প্রকাশের নামে কোন ভাবেই যুদ্ধঅপরাধীদের পক্ষের পোস্ট গুলোকে হালাল করতে পারেন না। যুদ্ধঅপরাধীদের পক্ষের পোস্ট সামুতে আসা মানে হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতার নাম নিয়ে অন্নের অনুভুতিকে আঘাত করা। সামুর মোডারেটরকে বিনিত অনুরধ, এই দেশে কয়েকজন শুয়োর ছাড়া বাকি ১৬ কোটি মানুষ আজ যুদ্ধঅপরাধীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

এখন এই ১৬ কোটি মানুষের অনুভুতির বিরুদ্ধে কোন লেখা যাতে সামুর মোডারেটর অনুমোদন না করে সে দাবি জানাচ্ছি। এরপরও যদি আপনারা অনুমোদন করেন তাহলে আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে নিচের ধারাটি পরিবর্তন করুন। প্লিজ দুই নৌকায় পা দিবেন না। সামু ব্লগের নীতিমালাঃ "১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ: সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।

" আমার বোল্ড করা লেখাটি লক্ষ্য করুন এবং জবাব দিন এরপরেও আপানারা যুদ্ধঅপরাধীদের পক্ষে দেওয়া পোস্ট হালাল করবেন কিভাবে? শুয়োররা (জামাতিরা) খুশী হইয়েন না, আপনার লেখাকে আমার ভয় নেই কিন্তু আপনাদের প্রোপাগান্ডাকে আমার ভীষণ ভয় লাগে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.