আমাদের কথা খুঁজে নিন

   

সিরিজ জয়ের কিছু টোটকা

সকল অনিয়মের বিরুদ্ধে... আগামীকাল দুপুর ২.৩০ টায় শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ। দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ। বাংলাদেশের জন্য যেমন সিরিজ জয়ের, ওয়েস্ট ইন্ডিজের জন্য সিরিজে সমতা আনার। কাল সরকারী ছুটির দিন। অফিস নেই, ক্লাস নেই,কাজের চাপ নেই।

ফেসবুক, ব্লগে সবখানেই চোখে পড়ছে কালকের দিন টি নিয়ে সবার ভাবনা। আর তা শুধু একদিকেই ধাবিত, বাংলাদেশের খেলা। ইদানীংকালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে তে উন্নতির যেরকম বিস্ময়কর ধারাবাহিকতা দেখাচ্ছে, সে কারণেই যেদিন বাংলাদেশের কোন ওয়ানডে ম্যাচ থাকে, চারদিকে উৎসব এর একটা আবহ যেন কাজ করে। খেলা শুরু হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। খেলায় জয়লাভ করলে রাজপথে আনন্দে উদ্বেল মানুষের ঢল নামে।

তার উপর যদি ছুটির দিন থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক, সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। অন্য সব ক্রিকেট প্রেমীর মত আমিও ভীষণ এক্সাইটেড। কালকে কি হবে? মুশফিক কি টস এ জিতবে? বাংলাদেশ আগে ফিল্ডিং করতে পারবে তো? গেইল কে কি কালকেও ইনিংসের শুরুর দিকে আউট করা যাবে? স্যামুয়েলস কে কি কম রানে ফিরিয়ে দেওয়া যাবে? কেমন ব্যাটিং করবে বাংলাদেশ? এমন আরো অসংখ্য প্রশ্ন মাথার ভিতর কিলবিল করছে। গত ম্যাচটিতে বাংলাদেশের ভাগ্য যেমন সহায় হয়নি, তেমনি ছিল কিছু দলগত আর ব্যক্তিগত ভুল।

সেসব ভুলেরই মাশুল দিয়েছে দল ম্যাচটা হেরে। আমার মত যারা বাংলাদেশের সব খেলা দেখেন, তাদের মনে অনেক কিছুই আসে খেলা নিয়ে। কাকে খেলালে ভালো হতো, কোন ব্যাটসম্যানকে কোন পজিশন এ খেলালে আরো ভালো হতো এমন হাজারো কিছু দর্শক মনে খেলা করে। জানি না, আমার এই লেখা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সংশ্লিষ্ট কেউ পড়বেন কিনা। যদি নাও পড়েন, তারপরও কালকের ম্যাচের দল নিয়ে আমার এই বিশ্লেষণ উল্লেখ করলাম।

হয়তো আমার মত আরো অনেকের মনের কথারই প্রতিনিধিত্ব করবে আমার এই বিশ্লেষণঃ ১/ বাংলাদেশের মূল শক্তি স্পিন বোলিং। স্পিনে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের হাঁসফাঁস আমরা সিরিজ জুড়েই লক্ষ্য করেছি। সেকারণেই আমার মতে পেসার হিসেবে শুধু মাশরাফি কে খেলিয়ে ইলিয়াস সানি কে দলে নেওয়া উচিৎ। ২/ নাসির হোসেন ৪/৫ নম্বরে ভালো খেলছেন না। তাকে ৬ এ খেলিয়ে মুশফিক ৩ এ খেললে ভালো হয়।

৫ এ খেলবেন মমিনুল। ৩/ নাইম ইসলাম মনে হয় ৩ নম্বরে মানিয়ে নিতে পারছেন না। তাকে ৪ এই খেলানো হোক। ৪/ স্লগ ওভারে যদি ক্রিজে সেট ব্যাটসম্যান থাকে, তাহলে স্পিনার দিয়ে বোলিং করালেই মুশফিক ভালো করবেন। কারণ স্লগ ওভারে মাশরাফি প্রুচুর রান দেন।

৫/ মোমিনুল কে দিয়ে ৪/৫ ওভার বোলিং করালে মন্দ হয় না। তাঁর বলে টার্ন আছে, সেই বল খেলতেও ওয়েস্ট ইন্ডিয়ানদের বেগ পেতে হতে পারে। ৬/ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে তামিম ইকবালের নিজের মত খেলা। অতীতে অনেকবারই লক্ষ্য করেছি, তিনি যেদিন শুরু থেকেই মেরে খেলতে থাকেন, সেইদিন ভালো ইনিংস খেলেন। আর যেদিন ঠেকাতে থাকেন সেদিন বড় স্কোর করতে পারেন না।

তাঁকে তাঁর মতোই খেলতে দেওয়া হোক। ভালো বই মন্দ হবে না। অনেক কথাই বললাম। পক্ষে-বিপক্ষে অনেক কথাই আসতে পারে। সেগুলো কমেন্ট আকারে বলার জন্য ব্লগার বন্ধু দের অনুরোধ করছি।

আমরা সবাই চাই, বাংলাদেশ দল কাল সিরিজ জয়ের আনন্দে ভাসুক, একদিনের জন্য হলেও প্রাণ খুলে হাসুক দেশের ষোল কোটি মানুষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.