আমাদের কথা খুঁজে নিন

   

টিউশনি

আমি ভাই নির্ভেজাল অনেকের মত আমারও ছাত্রজীবনে টিউশনি একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস প্লাস সময় কাটানোর উপায়। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এ থাকতেই আল্লাহর অসীম কৃপায় একটা মেয়ে স্টুডেন্ট পেয়ে গিয়েছিলাম। ২ মাস পড়াইলামও। ৮০০০ গরম গরম টাকাও পেলাম। ভালই চলতেছিল।

একদিন বাঁধল বিপত্তি। স্টুডেন্ট লাল নেইলপালিশ পরে আমারে দেখাইয়া বলল, ভাইয়া এই কালার টা কেমন মানাচ্ছে আমাকে? আমি ভেবেচিন্তে বললাম, মে বি পিংক কালার টা ভাল হইত। দরজার ওপাশে যে মেয়ের আম্মা কান পেতে দাঁড়াইয়া আছে, তা কে জানত। পরদিন আনটি বললেন, তোমার আর আসার দরকার নেই। সো, অই টিউশনির ওইখানেই সমাপ্তি।

এখানে আমার কি কোন দোষ ছিল। ছিল না। টিউশনি আমি এখনও করাই। হলিক্রসের এক মেয়েকে পড়াচ্ছি, একটা ছেলে স্টুডেন্ট ও আছে। আগেরবার কোন দোষ না থাকলেও, এইবার প্লান করেই টিউশনি হাতে নিলাম, যে দোষ না কইরাও যখন অপবাদ নিতে হয়, তাহলে দোষ করতে দোষ কোথায়? এবার আমি এই মেয়েকে পড়ানো প্লাস পটানোর দায়িত্ব নিলাম।

এবং সবার দোয়ায় কাজও আলহামদুলিল্লাহ্‌ হওয়ার পথে। টিউশনি টা না গেলেই হল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।