আমাদের কথা খুঁজে নিন

   

রুপসা পাড়ের একজনার ব্লগ ডে ভাবনা আর আমার সরল সিকারোক্তি

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় বেশী দিন নয় মাত্র বছর দেড়েক আগের কথা । ইন্টারনেট তখন কেবল ফেসবুক আর গুগলের মধ্যেই ঘুরপাক খেতো । ফেসবুকটাও ছিল পারিবারিক যোগাযোগের মাধ্যম । প্রত্যেকটা মানুষই জীবনের কোন না কোন সময় সবার থেকে আলাদা কিছু একটা হবার স্বপ্ন দেখে । নিজেকে অন্যের চেয়ে ব্যাতিক্রম করে উপস্থাপন করতে চায় ।

আমিও যেহেতু মানুষ্য প্রজাতির তাই এই নিয়ম ভাঙ্গতে পারিনি। ছোটবেলায় ২৫০ লাইনের একটা কবিতা লিখে কাজী নজরুল হতে চেয়েছিলাম, এলাকার ছেলে মন্জুর জাতীয় ক্রিকেট দলে জায়গা পেয়ে মেয়ে মহলের দৃষ্টি আকর্ষন করা দেখে ক্রিকেটার হতে চেয়েছিলাম,নাইকারা যখন নায়ক ছেড়ে পরিচালকদের পিছে হাটতে শুরু করল তাই দেখে সিনেমার পরিচালক হতে ইচ্ছে করত। অতি উতসাহে সাড়ে চার ঘন্টা একটানা টেবিলে বসে ৩২ পৃষ্ঠার একটা চিত্রনাট্যও লিখে ফেলেছিলাম। অধিকাংশ বাঙ্গালী কিশোরের স্বপ্ন তারুন্যেই ফিকে হতে শুরু করে । আমিও সে ধারা ভাঙ্গতে পারিনি।

আমার সাধ,সাধ্য কিংবা স্বপ্ন সব বাবা মাই নির্ধারন করে দিতেন । টিপিকাল আদর্শ মানুষ বানাতে সকাল বিকাল ছাচে ফেলে মনের মতো করে তৈরি করতেন । যাই হোক স্বপ্ন স্বপ্নের যায়গায় আছে আমিই কেবল তাকে পিছনে ফেলেছি বাস্তবতার দোহাই দিয়ে । ঐ স্বপ্নের দিকে এখন মুখও ফেরাই না পাছে আমাকে উপহাস করে তাই । ভালো মানুষ হবার পথে আস্তে আস্তে পাড়ি দিলাম শিক্ষাজীবনের সবগুলো স্তর ।

কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি থেকে গেল । আমি শোপেনহাওয়ারের মতো দু:খবাদী মানুষ । তিনি বলতেন জীবনের সব রহস্য বা সব আকাঙ্খা পুরন সম্ভব নয় তাই মানুষের জীবন দু:খময় । জানি একটা জীবন উপভোগের জন্য ৭০/৮০ বছর যথেষ্ট নয়। তারপরেও যা কিছু সহায় সম্বল তাই নিয়েই সাজাতে হবে ভবিস্যত প্রথা মেনে নিয়ে জানতে শুরু করলাম ।

এক সময় বইয়ের পোকা ছিলাম । হাতের কাছে যা পেতাম্ তাই পড়তাম । এমনও হয়েছে পড়ার মতো বই না পেয়ে ছোট ভাইয়ের ক্লাশ ফাইভের বইও পড়েছি । সেই চাচা চেীধুরী,টিনটিন,নন্টে ফন্টে,ফ্যাটম্যান,সুপার ম্যান,ব্যাটম্যান থেকে শুরু । তারপর তিন গোয়েন্দা,মাসুদ রানা,সেবা প্রকাশনী ঘুরে পেলাম পরশপাথর ।

হুমায়ুন আহমেদ । মাঝখানে অবশ্য কাশেম বিন আবুবক্কর ভদ্রলোক কিছুদিন মোহাবিষ্ট করে রেখেছিল। তবে মজার ব্যাপার হল তার বইগুলো আমি শুরু করতাম শেষ থেকে কারন ধর্মের মোড়কে বাধা গল্পের শেষটা হতো বাসর ঘরের রোমাঞ্চকর দৃশ্য দিয়ে । এরপরের গল্প কেবলই হুমায়ুন আহমেদ । গোগ্রাসে গিলতাম তার বইয়ের প্রতিটি অক্ষর ।

মাঝখানে পুরো একটা রমজান শেষ করলাম জাফর ইকবালের সাইন্স ফিকশন সমগ্র পড়ে । ফলাফল ঈদের দিন নামায পড়তে গিয়ে পাশের মানুষটি মনে হল রোবট নয়ত এলিয়েন । বাঙ্গালী হয়ে রবীন্দ্রনাথ,নজরুল,সুনীল, সমরেশ মজুমদারের বই না পড়লে বাঙ্গলীত্ব প্রশ্নর মুখে পড়ে । তাই বাঙ্গালীত্ব টিকিয়ে রাখার জন্য এদের দু একটা বই পড়েছি । তবে সত্যি বলছি রবীন্দ্রনাথ ছাড়া কারও বই আমার কাছে তেমন ভাল লাগেনি ।

তসলিমা নাসরিনের ক ,নিমন্ত্রন,লজ্জা লুকিয়ে লুকিয়ে পড়েছি । তবে আমার পুরো কৈশরে আলোরন তুলেছিল হুমায়ুন আযাদের মানুষ হিসাবে আমার অপরাধ সমুহ । বই কিনে পড়েছি খুবই কম। বেশীর ভাগই চুরি করে আনা কিংবা ধার এনে ফেরত না দেয়া । যে একবার আমাকে বই ধার দিসে পরের আর কোনদিন দেয় না তাই সবার কাছ থেকে একবারেই ৭/৮ নিয়ে আসতাম ।

নাওয়া খাওয়া ভুলে গল্পে ডুবে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। একবার হুমায়ুন আহমেদের দেবী পড়ে নিশীথিনী (দেবীর দ্বিতীয় খন্ড) র খোজে একরাত পাড় করেছিলাম । থাক নিজের কথা অনেক বলেছি এবার ডিম ভেঙ্গে কুসুম বলি। বন্ধু রিয়াজের তাগিদেই সামুতে আসা । এসেই তো আক্কেল গুড়ুম ।

নতুন করে আবিস্কার করলাম জানার কতো কিছুই না বাকী আছে । ব্লগকে সবাই নাগরিক সাংবাদিকতা বলেন । আমিও তাই মনে করি । একজন মানুষ তার সব ধরনের মতামত এখানে প্রকাশ করতে পারে নির্দিধায় । অনেক মত অনেক পথের মানুষই আছে ।

আমি কিছুটা দুর্ভাগা । ব্লগে এসেই শুনতে পেলাম অতি জনপ্রিয় কিছু ব্লগার ব্লগ ছেড়ে চলে গেছেন । হাতরে পাতরে অন্যের প্রিয় লিস্ট খুজে তাদের লেখা পড়তে থাকলাম । একধরনের মুগ্ধতা তৈরি হল সামুর উপরে। এরপর নিজেই ছাইপাশ লেখা শুরু করলাম কেমন হচ্ছে তা পাঠকরাই বিচার করবে ।

তবে সত্যি বলছি এখন আমি স্বপ্ন দেখি কোন একদিন আমি আরিফ জেবতিক হবো, জিকসস হবো,দুর্যোধন হবো,সবাক হবো,কিংবা নাফিস ইফতেখার হবো । এরা আমাকে শিখিয়েছে একটা ভার্চুয়াল চরিত্র কিভাবে তার লেখনির মাধ্যমে মানুষকে নাড়াতে পারে,জাগাতে পারে । একসময় মনে হতো যদি আইয়ুব বাচ্চু কিংবা শাকিব খানের সাথে দু দন্ড দাড়াতে পারতাম ! কিন্তু এখন সাধ হয়ে যদি এই সমস্ত লেখকদের গা ঘেসে দাড়াতে পারতাম,একটা ছবি তুলতে পারতাম । আগামী ১৯ তারিখ ব্লগ ডে । আমার বাড়ী খুলনাতে ।

ব্লগার আমিনুর ভাই অনেক করে বলেছেন খুলনাতে একটা আয়োজন করতে । দু:খিত আমিনুর ভাই আপনার কথা রাখতে পারলাম না । এই সমস্ত কলম হিরোদের আমার কাছ থেকে দেখার খুব সাধ । ব্লগ ডেতে আমি ঢাকায় আসছি । যদি রুপসা পাড়ের অর্থাত খুলনা কোন ব্লগার থাকেন স্থানীয়ভাবে কিছু একটা আয়োজন করুন ।

সবাই তো আমার মতো পাগল না । আজেবাজে অপ্রয়োজনীয় অনেক কথা দিয়ে লেখাটিকে যাচ্ছেতাই বানিয়েছি । আপনাদের মুল্যবান সময়ের শ্রাদ্ধ করেছি । এজন্য আন্তরিক ভাবে দু:খিত । বিজয়ের মাসে একটা বিজয়ের ছবি দিলাম ।

সবাই ভালো থাকবেন ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।