আমাদের কথা খুঁজে নিন

   

প-র সমাচার (১৮+)

আমি একজন কল্পবিলাসী মানুষ । জীবনের বন্ধুর পথে হেটে চলেছি লক্ষ্যে পৌঁছাবো বলে । এ পথচলায় আমার স্বপ্নগুলোই আমার প্রেরণা । পথের সঙ্গী হিসেবে আছে আমার গিটার । স্বপ্নগুলোকে গিটারের ছয়টি তারে বাঁধার চেষ্টার জীবন কেটে যাচ্ছে............ ছোট বেলায় সবাই পড়েছি- 'অ তে অজগর ঐ আসছে তেড়ে, আ তে আমটি আমি খাব পেড়ে' । কিন্তু এখন তো দিন বদলাইছে । ডিজিটাল যুগের অতি ডিজুসিক পোলাপাইনের অ আ পড়ার নমুনা পেশ করা হল: প তে পরিমল ঐ আসছে তেড়ে ! প তে প্রভার মুভি ঘরে ঘরে ! প তে পড়শি নাকি স্কুলে পড়ে ! প তে পারসোনা গেলে পড়বি ফ্যাঁড়ে ! প তে পোলার্ড নাকি ছক্কা মারে ! প তে পদ্মা সেতু হবে না রে ! উপরোক্ত সকল চরিত্র এবং ঘটনা নিতান্ত কাল্পনিক । (মিছা কতা) বাস্তব কোন কিছুর সাথে কোন মিল নিতান্ত কাকতালীয় । (ডাহা মিছা) বাস্তবের সাথে এর কোন মিল পাওয়া গেলে লেখককে কোন মতেই দায়ী করা যাবে না । (যে দায়ী করবে তার উপরে গযব পড়বে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।