আমাদের কথা খুঁজে নিন

   

সানলাইফ ইন্স্যুরেন্সের আইপিও লটারির ড্র রেজাল্ট ডাউনলোড করুন

লিখতে ভালোবাসি যাস্ট প্রাথমিক গণপ্র¯ত্মাবে (আইপিও) সানলাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থাৎ প্রায় ৬৫ গুণের বেশি আবেদন জমা পড়ে। অর্থাৎ মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৯৩ হাজার ৪২৯টি। এরমধ্যে স্থানীয়ভাবে সাধারণ, ক্ষতিগ্র¯ত্ম ও মিউচ্যুয়াল ফান্ড ক্যাটাগরি মিলিয়ে ১০ লাখ ৬০ হাজার ৪২৯টি আবেদনের সঙ্গে ৭৪৬ কোটি ৯৪ লাখ টাকা জমা পড়েছে। আর প্রবাসী বিনিয়োগকারীরা মোট ২৭ হাজার আবেদনের সঙ্গে ১৩ কোটি ৫০ লাখ টাকা জমা দিয়েছেন। কোম্পানিটি মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে।

এজন্য ১০ লাখ ৯৩ হাজার ৪২৯টি আবেদনের বিপরীতে মোট ৭৬০ কোটি ৪৪ লাখ টাকা জমা পড়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিকভাবে এ পরিসংখ্যান দেয়া হয়েছে। আরো জানা যায়, কোম্পানিটি আইপিওর বিপরীতে কোনো প্রিমিয়াম নেয়নি। এ কোম্পানির প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ১২ লাখ এবং মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২ লাখ ইউনিট বরাদ্দ ছিল। এছাড়া পুঁজিবাজার বিপর্যয়ে ক্ষতিগ্র¯ত্ম বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ছিল ২৪ লাখ শেয়ার।

বাকি ৭২ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ছিল। ১০ টাকা ফেস ভ্যালুর এ কোম্পানির মার্কেট লট ৫০০ শেয়ারে। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।