আমাদের কথা খুঁজে নিন

   

‘বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল’

বাংলাদেশের রেটিং গতবারের মতোই ‘বিবি-’ রেখেছে সংস্থাটি, যার অর্থ হচ্ছে-  বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে।
৩০ মে প্রকাশিত এসঅ্যান্ডপির রেটিং সোমবার সংস্থার ওয়েবসাইটে তুলে দেয়া হয়েছে।
রেটিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, “বাংলাদেশে প্রতি বছর ৫ শতাংশের বেশি হারে প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে। রপ্তানি আয়, রেমিটেন্স ও বৈদেশিক ঋণ-সহায়তার ক্ষেত্রেও বাংলাদেশ ভালো করছে। ”
তবে স্বল্প আয়ের দেশ হওয়ায় ঝুঁকি মোকাবেলা করতে প্রচুর উন্নয়ন প্রয়োজন বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এতে বলা হয়, “রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশে আরো বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারে। ”
রেটিং অনুযায়ী দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে থাকা ভারতের (বিবিবি-) পরেই বাংলাদেশের স্থান। সে হিসেবে শ্রীলংকা (বি+) ও পাকিস্তানের (বি-) চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলো হচ্ছে- ভিয়েতনাম, মঙ্গোলিয়া এবং নাইজেরিয়া।
রেটিং সংস্থাটির একটি বিশ্লেষক দলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের রেটিং ‘বিবি-’ পুনর্নিশ্চিত করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের একটি প্রতিনিধি দল গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন।
ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ  হাসান জামান দেশের অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরেন।
এছাড়া এসঅ্যান্ডপির প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, পিআরআই, ব্র্যাক এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.