আমাদের কথা খুঁজে নিন

   

জামাত নিধন অসম্ভবঃ কেননা আমাদের সরিষার ভিতরেই যে ভুত !!!! জামাতকে অর্থনৈতিকভাবে বর্জন করুন ।

টেলিভিশন খুলেই দেখবেন প্রচন্দ্র আলোচনা চলছে জামাত নিষিদ্ধ করার জন্য কিংবা দেখবেন খবরে বলছে জামাতের তাণ্ডব লীলার কথা আর এরই পর মুহূর্তে সেই চ্যানেলেই দেখবেন জামাতি কোন প্রতিষ্ঠানের নামে উপস্থাপক ঘোষণা করছে ব্রেক মানে সেই কোম্পানি হলেন গিয়ে স্পন্সর ওই অনুষ্ঠানের কিংবা খবরের। তাহলে এই যখন অবস্থা তাদের তখন আদৌ কি সম্ভব শত্রু নিধনের ? আমাদের দেশের সর্ব পেশার জনগণ ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ বেশ সরব যুদ্ধ অপরাধির বিষয়ে যা কিনা বেশ আশাব্যাঞ্জক। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে অর্থনৈতিক ভাবে গত দুই যুগে নিজেদের অবস্থান পাহাড়সম শক্ত করে গড়ে তোলা এই জামাতকে কি আদৌ এই দেশ থেকে বিতারিত করা সম্ভব যদিও দেশের জন্মের বিরোধিতা করেছিল তারা? আসলে উত্তর হল সম্ভব নয়। দেখুন এমন ভাবে প্রশাসনে জামাতকে ধুকানো হয়েছে এই দীর্ঘ সময়ে যে এখন সরকার যদি কোন শক্ত পদক্ষেপ নেয় জামাতের বিরুদ্ধে সেটি খোদ সরকারই বাস্তবায়ন করতে পারবে কিনা সন্দেহ। আইন শৃঙ্খলা বাহিনী হতে আমলা পর্যন্ত, ডাক্তার হতে সাংবাদিক পর্যন্ত এমন কোথাও কোন জায়গা নেই যেই খানে জামাতের লোক নেই ।

কিন্তু আপনি আমি কিন্তু সেটি আবিস্কার করতে পারব না কারন এদের পরিচয় গুপ্ত থাকে সবসময়। দেখুন প্রতি বছর এদের তৈরি মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমান নব্য জামাতি হিজবুত তাহিরি এবং শিবির এর ছাত্র ছাত্রী বের হচ্ছে আর চাকুরী এদের ভরন পোষণ করছে ওই এদেরই সংস্থাগুলি এবং পড়ে সেখানেই এদের চাকুরী হয় কারন এছাড়া আর উপায়ও নেই কারন দীর্ঘ ছাত্র জীবনে এদের যেই অর্জন সেটা দিয়ে আর যাই হোক চাকুরির বাজারে সম্ভব নয় চাকুরী। তবে আলোচনা সেখানে নয় আলোচনা হল এই সব প্রতিষ্ঠানকে বন্ধ করতে হবে তাহলেই জামাত নিধন করা যাবে আর সেটা সরকারিভাবে সম্ভব নয় সেটা করতে হবে আমাদেরকেই । আমাদের উচিৎ এদের এইসব প্রতিষ্ঠানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা এবং সাথে সাথে অন্যদের কেও উদ্ভুদ্দ করতে হবে ... ইসলামি ব্যাংক, ইসলামি ইন্সুরেন্স, ইসলামি ব্যাংক হসপিটাল, আল আরাফা , শাহজালাল ব্যাংক ,ইবনে সিনা হসপিটাল এবং মেডিকেল কলেজ ,ইবনে সিনা ফার্মা, ইন্টারন্যশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়,ইসলামিক কৃষি বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টিভি, দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, ইসলামিক টিভি সহ আরও সমস্ত প্রতিষ্ঠান এবং এদের পণ্য এবং সেবা বর্জন করা একজন বাংলাদেশী হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব। আজকে জাতীয় স্বার্থে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে মনে রাখবেন কাল যখন এই দেশে ওই রাজাকাররা মাথা উচু করে দাঁড়াবে তখন আপনার আমার কোন কোথা বলার অধিকার থাকবে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.