আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের উল্লাসে ঢাকা পড়ে গেলো যে বিষয়টি।

দ্যা ব্লগার অলসো..... বাংলাদেশ এখন আর সম্মানজনক হারের জন্য খেলেনা। জেতার জন্যই খেলে। অনেকদিন ধরেই বাংলাদেশ একটা শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে। কিন্তু এই সত্য কথাটি কেন জানি অনেক চামচিকা মানতে নারাজ। বিষেন সিং বেদী থেকে শুরু করে হালের কাইরেন পোলার্ড।

প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে কাইরন পোলার্ডের বিষবাক্যের কথা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বেমালুম ভুলে গেলেন কেমন করে, সেটা আমার মাথায় ঢুকলোনা। সাত উইকেটে হারের পর সাংবাদিকদের পোলার্ড বলেছিলো, তারা খুব বেশি বাজে খেলেছিলো বলেই বাংলাদেশ জিতেছে। বাংলাদেশী বোলারদের কোনো কৃতিত্বই দিতে চায়নি সে। তার পরের মন্তব্যটি আরো এক কাঠি সরেস। যে বলটিতে সে আউট হয়েছে, পরের বার এরকম বল পেলে নাকি, ঢাকায় পাঠিয়ে দেবে।

এমন আরো হুমকি, তাচ্ছিল্য মার্কা কথাবার্তা দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলো, পরের চারটি ম্যাচ তারাই জিতবে। স্যামি মুখে বলেও দিয়েছিলো, পরের ম্যাচটা তারাই জিতবে। এ পর্যন্ত নিন্দুকদের সমস্ত সমালোচনার জবাব, টাইগাররা মাঠেই দিযে আসছে। কালকেও পোলার্ডকে জন্মের শিক্ষা দিয়ে দিলো তারা। কিন্তু নিউজ চ্যানেলগুলো পোলার্ডের সেই দাম্ভোক্তি সম্বন্ধে বিন্দুমাত্র আওয়াজ করলোনা।

পত্রিকায়ও দেখলাম, তার কোনো অবতারণা নেই। পোলার্ড বাবাজি হোটেলরুমের কোন বাথরুমের কোন কমোডটিতে মুখ লুকিয়ে আছে, সেটা অন্তত জানানো উচিত ছিলো, নাকি??  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.