আমাদের কথা খুঁজে নিন

   

পাইলাম সারপ্রাইজ, হইলাম কনফিউজড।আজব তো

মানুষের জন্য কাজ করতে ভালবাসি....বিনিময়ে একটু শান্তি চাই.....। রাতে ঘুমাতে গেসি ১ টায়। ঘুমানোর আগে খুব মেজাজা খারাপ ছিল। কাল সারাদিনই প্রচন্ড রকমের মেজাজা খারাপ ছিল। সারাদিন প্রচন্ড রকমের ফ্রাস্টেসন এ ভুগসি।

নিজের লাইফের ১৪ গুস্টি উদ্ধার করসি। রাতে ঘুমাতে যাওয়ার আগে খোলা চোখে অনেক স্বপ্ন দেখছি। বলেনা দু চোখ ভরা স্বপ্ন ও রকম টাইপ আর কি । কি হলে কি করতাম, কি করলে ভাল হতো , এখন কি পাইলে নিজেরে বাদশা মনে হত এই টাইপ । অবশ্য শেষে একটা বিশেষ চিন্তা করতে করতে ঘুমায় গেছিলাম।

এই তো কিছুক্ষন আগে মোবাইলে একটা টেক্সট আসলো । সাররররররররপ্রাইজজজজজজ(মনে হল শরীরে ২০০০ ভোল্ট কারেন্ট খাইলাম)। যা পাইতে চাইছিলাম সেটা কিছুক্ষন আগে আমাকে একজন সারপ্রাইজ দিসে। আজজজজজজব :-* । এখন বুজতেছিনা কি করব ।

লাইফে যে কখন সারপ্রাইজ পাইনি ব্যাপারটা তা না। কিন্তু এরকম "চাহিবা মাত্র বাহক কে দিতে বাধ্য থাকিব" এরকম টা আগে কখন ঘটেনি । যে সব সারপ্রাইজ পাইসি তা বহুত শর্ত পূরণের পর, বহুত হিসাব নিকাশের পর , অথবা অন্য কেউ নিজে ইচ্ছা করল তাই দিল(আমি কি চাইছিলাম সেটা সেখানে ইম্পরটেন্ট ছিলনা )। কিন্তু আমি চাইলাম আর হয়ে গেল এটা এর আগে আর কখনও হয়নি। এখন প্রব্লেম টা হল আমি সারপ্রাইজ পেয়ে কই আনন্দে ডিসকো দিওয়ানে আহা আহা কারান জোহর ওয়ালা নাচ দিবো ,তা না করতে পেরে আমি কনফিউজড হয়ে গেসি।

বার বার মনে হচ্ছে what the hell? how is it possible? মনে হচ্ছে কেউ আমাকে ব্রাশ ফায়ার করে দিল আর তাতে মুঝমে ইতনা ছেদ হোয় গায়া কি মে কনফিউজড হু কে শ্বাস কাহাছে লে অর .............. মনে হচ্ছে কেউ আমারে সারপ্রাইজ দেয়নি আমার কাধে বড় বড় দুইটা ভারি পাথর চাপায় দিসে.........মনে হচ্ছে এক নিমিসে আমার সব চাওয়া, সব প্ল্যান নাই হয়ে গেছে ............ শান্তিও পাচ্ছিনা আবার অশান্তি পাওয়ারও কিছু পাইতেছিনা...... এই ব্যাপারটাও খুব ফ্রাস্টেটিং ইউ নো !!!!!! সর্বশেষ পরিস্থিতি হল আমি এখন টেনশন এ আছি। রাতে দেরি করে ঘুমাতে গেছিলাম তাই আমার ঘুম পুরা হয়নি কিন্তু ঘুমও আসতেছেনা । বুঝতেসিনা এটা কি নিছক আনন্দের সারপ্রাইজ নাকি কোন হারিকেন নারগিস আমার দিকে ২০০ মাইল বেগে ধেয়ে আসতেছে...... অনেক সময় কারও "অতি ভক্তি ঝগড়ার পূর্ব লক্ষণ " হয় । আমার অভিজ্ঞতা তাই বলে............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.