আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার অপরাধ প্রতিরোধে ‘মনিটরিং সেল’

মঙ্গলবার মন্ত্রণালয়ে ‘জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, কমিটির আগামী বৈঠকে এ ‘সেল’ গঠন করা হবে।
“সাইবার ক্রাইম নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সাইবার ক্রাইমের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালানোরও চেষ্টা হয়েছিল। ”
তিনি জানান, এই সেল ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করবে এবং দ্রততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।


প্রযুক্তির সহায়তা নিয়ে কীভাবে এ কাজ করা হবে সে বিষয়ে আলাদা বৈঠক করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তারাও ওই বৈঠকে থাকবেন।
এ কাজের অংশ হিসাবে ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র বা বিজ্ঞাপন নির্মাণ এবং পুস্তিকা প্রকাশে উৎসাহিত করা হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
আর এ জন্য ‘সিএসআর নীতিমালা’ সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
তিনি বলেন, জঙ্গীবাদবিরোধী প্রচারে প্রতিটি জেলা প্রশাসন, তথ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।
“জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা গড়ে তোলা হচ্ছে, অতীতের সরকারের সময়ে বিভিন্ন কাযক্রমে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছিল।

তবে বর্তমান সরকারের সাড়ে ৪ বছরে জঙ্গিবাদীরা এ সাহস পায়নি। ”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার, অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।     

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.