আমাদের কথা খুঁজে নিন

   

ভালো থেকো লাল শাপলা, ভালো থেকো জাহাঙ্গীরনগর

দিনগুলি মোর সোনার খাচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি জানিনা কবিগুরূর গানের চরনগুলো ঠিকভাবে লিখতে পারছি কি না তবে দিনগুলো আসলেই খুব দ্রুত যাচ্ছে।এইতো সেদিন অশ্রুসজল চোখে বাবা মার কাছ থেকে বিদায় নিলাম ভালো ক্যারিয়ার বা ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে ।বাবা মার সাথে আমার সম্পর্ক সবসময়ই আবেগী,এখনো বাড়ি ছেড়ে আসার সময় জলে চোখ ছলছল করে,সেলফোন নামক অদ্ভুত য্ন্ত্রটায় যখন মার কন্ঠ ভেসে আসে তখন ও মাঝে মাঝে উদাস হয়ে যাই মনের চোখ দিয়ে খুজে ফিরি শৈশবের মাময় দিনগুলোকে।কিন্তু কাকার সাথে আমার সম্পর্ক ছিলো যতটা না আবেগের তার চেয়ে বেশী শ্রদ্ধা আর সন্মানের।বাড়ী ছেড়ে জাহাঙ্গীরনগরে আসার দিন জানিনা কেনো সেই কাকাকেই জড়িয়ে ধরে ডুকরে কেদে ফেললাম এখন বুঝি কারন সেটা ছিলো কাকাকে শেষবারের মতো নিবিড় করে পাওয়া,এর ৭ মাস পরেই ক্যানসারের কাছে পরাজিত হয়ে কাকা চলে যায় পরপারে, মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করূক। যাইহোক এই স্মৃতিগুলো মনে হয় সেদিনের কিন্তু না দেখতে দেখতে বিশ্ববিদ্যালয় জীবনের শৈশব,কৈশর কাটিয়ে এখন যৌবনের শেষদিকে তারমানে ফাইনাল ইয়ারে আর কয়েকটি মাস তারপর গুডবাই জাহাঙ্গীরনগর। স্যারদের অনবরত পেইন আর অনিস্চীত ভবিষ্যতের দোলাচলেও এখন যে জিনিষটা সবচেয়ে বেশী উপলব্ধি করছি তা হলো এই ক্যাম্পাসের প্রতি ভালোবাসাটা দিনদিন বেড়ে যাচ্ছে অনেকটা মৃতপ্রায় মানুষের আরও কিছুদিন বেচে থাকার বাসনার মত।পরিবাহন চত্বর আর রেজিষ্টার ভবনের পাশের লেকগুলাতে ফুটে থাকা হাজারো লাল শাপলা বা অতিথি পাখির কিচির মিচির মনে নতুনভাবে নাড়া দিচ্ছে।হয়তো আগামী বা তারপরের শীতে,কুয়াশাভরা সকালটায় হাটা হবে না লাল শাপলা বেষ্ঠীত লেকগুলোরর মাঝখান দিয়ে বয়ে চলা কালো পিচের রাস্তায়,সন্ধ্যায় টারজান বা চৌরঙ্গী চত্বরে চায়ের কাপে চুমুক দিতেদিতে মেতে ওঠা হবে না শিরোনামহীন আ্ড্ডা্য়,ক্লাসের ফাকে মুন্নীচত্বরে বসে হক ভায়ের চা রূপী শরবত সেবন করতে করতে টিচারদের চৌদ্দগোষ্ঠী উদ্ধারের মাধ্যমে মেটানো হবে না টিউটোরিয়াল খারাপ দেওয়ার অতৃপ্তি।দলবেধে মুক্তমঞ্চে নাটক বা গান দেখতে যাওয়া হবে না ,হবে না জোস্না রাতে চাদের আলোয় হাটতে হাটতে কেউ একজন পাশে না থাকার আক্ষেপ তবুও হুমায়ুন আযাদের কবিতার মত বলি: ভালো থেকো অতিথি পাখি ভালো থেকো লাল শাপলা ভালো থেকো জাহাঙ্গীরনগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.