আমাদের কথা খুঁজে নিন

   

ডিআরইউ নির্বাচন ২০১২: শাহেদ চৌধুরী ও সম্পাদক ইলিয়াস খান

ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দিগন্ত টিভির জিয়াউল কবির সুমন। এদিকে প্রাইমখবরের মেহেদী আজাদ মাসুম সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনার পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল।

এবার ২১ টি পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এছাড়া সাতজন নির্বাহী সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও শ্রেণি বিন্যাসের জন্য তাদের জন্যও ভোগ গ্রহণ করা হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে- শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল) ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলামেইল২৪.কম এর আসাদুজ্জামান সম্্রাট পেয়েছেন ১৪১ ভোট। সহসভাপতি পদে ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউল কবির সুমন (দিগন্ত টিভি) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যাট্রিক ডি কস্তা (মাইটিভি) পেয়েছেন ১৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে- ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান (দৈনিক আমার দেশ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ২৬৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি) তার প্রতিদ্বন্দী শুক্কুর আলী শুভ পেয়েছেন ২৫৪ ভোট। অর্থ সম্পাদক পদে ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস), তার প্রতিদ্বন্ধী হাসান আরিফ পেয়েছেন ১৮৯ ভোট। সাংগঠনিক সম্পাদক - রাজু আহমেদ (গাজী টিভি) ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওসমান গনি বাবুল (আরটিভি) পেয়েছেন ২১৯ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে- মেহদী আজাদ মাসুম (প্রাইম খবর) ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান (দৈনিক জনতা) পেয়েছেন ২৫৩ ভোট। কার্য নির্বাহী সদস্য পদে, ক্রম অনুসারে ভোট পেয়েছেন মোরসালীন নোমানী (বাংলাদেশ সংবাদ সংস্থা), হাসান জাহিদ তুষার (ডেইলি স্টার), জামিউল আহসান শিপু (দৈনিক ইত্তেফাক), সাইদুল ইসলাম (এটিএন বাংলা), শেখ মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), মিথুন মোস্তাফিজ (বৈশাখী টেলিভিশন), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, দপ্তর সম্পাদক- কাজী হাবিব (দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শহীদুল ইসলাম (দৈনিক সূর্যোদয়), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোরসালিন আহমেদ (অর্থনীতি প্রতিদিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক - সাজ্জাদ হোসেন (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও নারী বিয়ষক সম্পাদক পদে- আইরিন নিয়াজি মান্না (দৈনিক যায়যায় দিন), কল্যাণ সম্পাদক নাজমুল আহমদ তৌফিক, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া। এবারের নির্বাচনে মোট ৯৩৫ জন ভোটারের মধ্যে ৮০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ভোট পেয়েছেন সভাপতি পদের নির্বাচিত প্রার্থী শাহেদ চৌধুরী ৬৪৭।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক-সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। ডিআরইউর নবনির্বাচিত কমিটিকে পিআরএফ’র শুভেচ্ছা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শাহেদ চৌধুরী সভাপতি ও ইলিয়াস খান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন। একই সঙ্গে তারা নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.