আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আইএলটিএস এর স্পিকিং পরীক্ষা দিয়া আসলাম । কি হইল বুঝলামনা

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম আইডিপিতে রেজিস্ট্রেশন করছিলাম। বলছে পরীক্ষা ২ টা ৫০ এ শুরু হবে কিন্ত আগে গেছি ৯টার দিকে (আরেক ফ্রেন্ডের পরীক্ষা আগে ছিল তাই)। ১০ টা বাজেই পরীক্ষা নিয়া ফালাইছে আমারও । এমনেই শীত তার উপরে পরীক্ষার ভয় শরীর পুরাই ঠান্ডাই হইয়া আসছিল হলের ভিতর তার উপর ধরছে পানির পিপাসা গলায় খালি ঢোক গিলতে শুরু করছি গলা শুকায়া যাইহোক এক্সামিনার দেখি এক বাঙ্গালী আমি তো জানতাম শুধু ফরেনার বা ইন্ডিয়া শ্রীলঙ্কার এক্সামিনাররাই স্পিকিং টেস্ট নিবে। যাইহোক প্রশ্ন সহজ ই জিজ্ঞাস করছে।

কিন্ত কিউ কার্ড কি দিছে ভেজাল অনেক। ডিসিশন মেকিং নিয়া খুবই কমপ্লিকেটেড একটা টপিক। যাইহোক বলতে শুরু করলাম এক মিনিট না হতেই আরেক টা প্রশ্ন করল কিউ কার্ডের ভিতরেই তারপর উত্তর দিলাম তারপর কার্ড টা নিয়া নিল এবং পার্ট থ্রিতে ডিসকাশন শুরু করল। প্রশ্ন যা করছে সবই উত্তর দিতে পারছি কিন্ত বলা শেষ করার আগেই অন্য কোসচেনে চলে যায় । কিউকার্ড টা দুই মিনিট পুরা বলতে দেইনাই।

মোট মনে হয়৫ মিনিট লাগছে টেস্ট নিতে কাহিনি কি বুঝতাছিনা নাম্বার কি আমারে কম দিব ?? আমার কিন্ত দোষ নাই উনি আমারে কোন কিছুই পুরা বলতে দেইনাই। আবশ্য এটাও ঠিক যে দুই একটু শুনলেই এরা ক্যান্ডিডেট এর অবস্থা বুঝে যায় কিন্ত তবুও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।